ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
নির্বাচন, সংস্কার ও বিচার পরস্পর নির্ভরশীল নয়: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংস্কার বিচার ও নির্বাচন, এবং এগুলো পরস্পর নির্ভরশীল নয়। তিনি বলেন, এগুলো মিউচুয়ালি সম্পর্কিত হলেও কোনো একটির ওপর অন্যটি নির্ভরশীল নয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের নাগরিক উদ্যোগে—নাগরিক কোয়ালিশন: আগামীর সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আরও বলেন, জনগণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন কামনা করে। এখন যে নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে, তার সঙ্গে নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংবিধান অনুসারে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনার জন্য সরকারসহ সব সংস্থার কাছ থেকে সহযোগিতা পাওয়ার অধিকার রাখে।
তিনি জানান, অতীতে নির্বাচন কমিশন এই ক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে পারেনি, কারণ নির্বাহী বিভাগের কর্তৃত্ব বেশি ছিল। বর্তমানে সেই পরিস্থিতি নেই। যদিও পূর্ণাঙ্গ কেয়ারটেকার সরকার ব্যবস্থা এখনও প্রতিষ্ঠিত হয়নি, অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার ব্যবস্থার আদলে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করছে।
সালাহউদ্দিন বলেন, “বর্তমানে অন্তর্বর্তী সরকার যে সময়সীমা ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করেছে, তার মধ্যে সব নির্বাচনী কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে। ডিলিমেটেশন বা সীমানা নির্ধারণও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নির্বাচন প্রস্তুতি কার্যক্রম আগের চেয়ে আরও অ্যাডভান্স হয়েছে। সবকিছু সময়মতো সম্পন্ন হবে।”
গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদ, এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান