ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
মশিউর সিকিউরিটিজের অর্থ পুনরুদ্ধারে কঠোর ভূমিকায় বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মশিউর সিকিউরিটিজ-এর প্রতারণার শিকার বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজটি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে বিনিয়োগকারীদের ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) এই প্রতারণার শিকার ৩৫ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং তাদের অর্থ ফেরত পাওয়ার জন্য চাপ দেন। বৈঠকে পাঁচজন বিনিয়োগকারী তাদের ব্যক্তিগত আর্থিক ক্ষতি এবং দুর্দশার কথা তুলে ধরেন। চেয়ারম্যান তাদের আশ্বস্ত করে বলেন, বিএসইসি তাদের অর্থ উদ্ধারে সব ধরনের আইনি সহায়তা দেবে এবং পুরো প্রক্রিয়ায় তাদের পাশে থাকবে।
বিএসইসির মুখপাত্র আবুল কালাম জানান, বিনিয়োগকারীরা তাদের দাবি জানাতে এসেছিলেন এবং চেয়ারম্যান মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন। তিনি বলেন, বিএসইসি বিনিয়োগকারীদের অর্থ পুনরুদ্ধারে সব আইনি পদক্ষেপ নেবে এবং এই বিষয়ে দুদকে একটি মামলাও করা হয়েছে। একইসঙ্গে, মশিউর সিকিউরিটিজের পরিচালকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতারণার কৌশল ও আর্থিক ক্ষতি
নিয়ন্ত্রক সংস্থার মতে, মশিউর সিকিউরিটিজ একাধিক সার্ভার এবং ডেটাবেস ব্যবহার করে বছরের পর বছর ধরে গ্রাহকদের তহবিল আত্মসাৎ করেছে। ২০২১ সালের অগাস্টে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর অনুসন্ধানে কোম্পানিটির সমন্বিত গ্রাহক হিসাবে ৬৮ কোটি ৫৮ লাখ টাকার ঘাটতি পাওয়া যায়, যা ওই বছরের মে মাসে ছিল ৭৫ কোটি টাকা।
বিনিয়োগকারীরা আরও অভিযোগ করেন, তারা তাদের ডিভিডেন্ড, বোনাস শেয়ার এবং রাইটস শেয়ারও পাননি। এই আয়ের ওপর অনেক পরিবার নির্ভরশীল ছিল এবং এই প্রতারণার কারণে তারা এখন মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।
ব্যাপক অনিয়মের অভিযোগের পর বিএসইসি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্তে দেখা যায়, মশিউর সিকিউরিটিজ মোট ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা ছিল নগদ অর্থ এবং ৯২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। এই ঘাটতির কারণে বিএসইসি ব্রোকারেজ হাউজটির সব কার্যক্রম স্থগিত করেছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান