ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
মশিউর সিকিউরিটিজের অর্থ পুনরুদ্ধারে কঠোর ভূমিকায় বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মশিউর সিকিউরিটিজ-এর প্রতারণার শিকার বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজটি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে বিনিয়োগকারীদের ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) এই প্রতারণার শিকার ৩৫ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং তাদের অর্থ ফেরত পাওয়ার জন্য চাপ দেন। বৈঠকে পাঁচজন বিনিয়োগকারী তাদের ব্যক্তিগত আর্থিক ক্ষতি এবং দুর্দশার কথা তুলে ধরেন। চেয়ারম্যান তাদের আশ্বস্ত করে বলেন, বিএসইসি তাদের অর্থ উদ্ধারে সব ধরনের আইনি সহায়তা দেবে এবং পুরো প্রক্রিয়ায় তাদের পাশে থাকবে।
বিএসইসির মুখপাত্র আবুল কালাম জানান, বিনিয়োগকারীরা তাদের দাবি জানাতে এসেছিলেন এবং চেয়ারম্যান মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন। তিনি বলেন, বিএসইসি বিনিয়োগকারীদের অর্থ পুনরুদ্ধারে সব আইনি পদক্ষেপ নেবে এবং এই বিষয়ে দুদকে একটি মামলাও করা হয়েছে। একইসঙ্গে, মশিউর সিকিউরিটিজের পরিচালকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতারণার কৌশল ও আর্থিক ক্ষতি
নিয়ন্ত্রক সংস্থার মতে, মশিউর সিকিউরিটিজ একাধিক সার্ভার এবং ডেটাবেস ব্যবহার করে বছরের পর বছর ধরে গ্রাহকদের তহবিল আত্মসাৎ করেছে। ২০২১ সালের অগাস্টে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর অনুসন্ধানে কোম্পানিটির সমন্বিত গ্রাহক হিসাবে ৬৮ কোটি ৫৮ লাখ টাকার ঘাটতি পাওয়া যায়, যা ওই বছরের মে মাসে ছিল ৭৫ কোটি টাকা।
বিনিয়োগকারীরা আরও অভিযোগ করেন, তারা তাদের ডিভিডেন্ড, বোনাস শেয়ার এবং রাইটস শেয়ারও পাননি। এই আয়ের ওপর অনেক পরিবার নির্ভরশীল ছিল এবং এই প্রতারণার কারণে তারা এখন মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।
ব্যাপক অনিয়মের অভিযোগের পর বিএসইসি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্তে দেখা যায়, মশিউর সিকিউরিটিজ মোট ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা ছিল নগদ অর্থ এবং ৯২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। এই ঘাটতির কারণে বিএসইসি ব্রোকারেজ হাউজটির সব কার্যক্রম স্থগিত করেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি