ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
বাগেরহাটে দ্বিতীয় দিনের হরতাল শুরু, যোগাযোগ বিচ্ছিন্ন
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে জেলা কেবিনেটে চারটি আসন বহালের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই হরতালের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ রেখে, বাঁশ বেঁধে এবং গাছের গুঁড়ি ফেলে বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেছেন।
সর্বদলীয় সম্মিলিত কমিটি জানিয়েছে, জেলার অন্তত ১৫০টি স্থানে নেতাকর্মী ও স্থানীয়রা অবস্থান নিয়েছেন। এর ফলে বাগেরহাট জেলা কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আন্তঃজেলা যোগাযোগও প্রায় অচল হয়ে গেছে।
সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতু, ফতেপুর বাজার, সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি হরতাল সমর্থনে জেলাজুড়ে দোকানপাট বন্ধ থাকায় দোকানদাররাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
রাতেও হরতালের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন। ফলে রাতের বেলা কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনি। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তাবনায় বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি আসনের প্রস্তাব দেয়। এর পর থেকেই স্থানীয়রা আন্দোলন শুরু করেন। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। তবে ৪ সেপ্টেম্বর কমিশন কেবল সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নেতারা বলছেন, কমিশনের এই সিদ্ধান্ত গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে।
নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট অনুযায়ী বর্তমানে আসনের সীমানা হলো:
বাগেরহাট-১: বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট
বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল, মোংলা
বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা
আগের চারটি আসনের সীমানা ছিল:
বাগেরহাট-১: চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট
বাগেরহাট-২: বাগেরহাট সদর, কচুয়া
বাগেরহাট-৩: রামপাল, মোংলা
বাগেরহাট-৪: মোরেলগঞ্জ, শরণখোলা
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান