ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
বাগেরহাটে দ্বিতীয় দিনের হরতাল শুরু, যোগাযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে জেলা কেবিনেটে চারটি আসন বহালের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই হরতালের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ রেখে, বাঁশ বেঁধে এবং গাছের গুঁড়ি ফেলে বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেছেন।
সর্বদলীয় সম্মিলিত কমিটি জানিয়েছে, জেলার অন্তত ১৫০টি স্থানে নেতাকর্মী ও স্থানীয়রা অবস্থান নিয়েছেন। এর ফলে বাগেরহাট জেলা কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আন্তঃজেলা যোগাযোগও প্রায় অচল হয়ে গেছে।
সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতু, ফতেপুর বাজার, সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি হরতাল সমর্থনে জেলাজুড়ে দোকানপাট বন্ধ থাকায় দোকানদাররাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
রাতেও হরতালের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন। ফলে রাতের বেলা কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনি। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তাবনায় বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি আসনের প্রস্তাব দেয়। এর পর থেকেই স্থানীয়রা আন্দোলন শুরু করেন। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। তবে ৪ সেপ্টেম্বর কমিশন কেবল সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নেতারা বলছেন, কমিশনের এই সিদ্ধান্ত গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে।
নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট অনুযায়ী বর্তমানে আসনের সীমানা হলো:
বাগেরহাট-১: বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট
বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল, মোংলা
বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা
আগের চারটি আসনের সীমানা ছিল:
বাগেরহাট-১: চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট
বাগেরহাট-২: বাগেরহাট সদর, কচুয়া
বাগেরহাট-৩: রামপাল, মোংলা
বাগেরহাট-৪: মোরেলগঞ্জ, শরণখোলা
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস