ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
নৌ-পরিবহন কর্তৃপক্ষের দুই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিআইডব্লিউটিএ'র প্রধান কার্যালয়ে অভিযান চালানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন নৌ-সংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আব্দুর রহিম এবং উপ-পরিচালক মো. ওবায়দুল করিম খান।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ঠিকাদারি কাজে উৎকোচ লেনদেন সংক্রান্ত একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে আসে। এরপর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, গত ২৭ জুলাই বিআইডব্লিউটিএ'র প্রধান কার্যালয়ে ঘুষ লেনদেনের একটি ঘটনা গোপন ক্যামেরায় ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, টেন্ডার কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম খান একজন ঠিকাদারকে চাপ দিচ্ছেন। তারা বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার ভগ্নিপতি 'বীনা'কে ঠিকাদারি কাজের লভ্যাংশের তিন ভাগের এক ভাগ দিতে বলছিলেন। অভিযোগ রয়েছে, এই চক্র ঠিকাদারদের কাছ থেকে আর্থিক লেনদেনের বিনিময়ে কাজ পাইয়ে দেয় এবং পরে নিজেদের কমিশন আদায় করে নেয়।
দুদকের অনুসন্ধানে আরও নিশ্চিত হওয়া গেছে যে, বীনা, নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের পরিচালক (ডিসিপি) মো. শাহজাহান এবং উল্লিখিত দুই কর্মকর্তার সমন্বয়ে একটি শক্তিশালী চক্র মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়। বিআইডব্লিউটিএ ভবনে বীনা চেয়ারম্যানের ভগ্নিপতি হিসেবে পরিচিতি ব্যবহার করে রীতিমতো দুর্নীতির আখড়া পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।
আকতারুল ইসলাম জানান, দুই কর্মকর্তাকে বরখাস্ত করার পাশাপাশি এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটিও গঠন করেছে। জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং জড়িত অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান