ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

গভীর ষড়যন্ত্রের ফল ডাকসু নির্বাচনে প্রতিফলিত হয়েছে: প্রিন্স

সরকার ফারাবী
সরকার ফারাবী

সাব-এডিটর

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৯:৫৬:৪১

গভীর ষড়যন্ত্রের ফল ডাকসু নির্বাচনে প্রতিফলিত হয়েছে: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক: গভীর ষড়যন্ত্রের ফল ডাকসু নির্বাচনে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করে বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সেই ষড়যন্ত্র আমরা অনুমান করতে পারছিলাম, তবে নিয়ন্ত্রণ বা মোকাবেলা করতে পারি নাই। তিনি বলেন, ১৭ বছর রাষ্ট্রীয় আওয়ামী ফ্যসিবাদ ও ছাত্রলীগের নির্মম দমন নির্যাতনে ছাত্রদল ক্যাম্পাসের বাইরে, কিন্তু শিবির ছাত্রলীগের শরীরে বিলীন হয়ে হাসিনা, তার বাবা ও নৌকার নামে স্লোগান দিতে দিতে অস্থির ছিলো। তারা আবার ৫ আগস্টের পর শিবির নামে আবির্ভূত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে হরি কিশোর রোডে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শোভাযাত্রা সহকারে নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু। এ সময় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেস আলী মামুন, আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

প্রিন্স অভিযোগ করেন, ১৭ বছর ধরে রাষ্ট্রীয় দমনপীড়নে ছাত্রদল ক্যাম্পাসের বাইরে থাকলেও ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা শিবির আবারও সক্রিয় হয়েছে। ৫ আগস্টের পর তারা নতুনভাবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, ডাকসু নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে, যা ছাত্রলীগের গুপ্ত ভোট এবং প্রশাসনের ইঞ্জিনিয়ারিং ছাড়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, জমায়াত-শিবির প্রভাবিত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবারও নির্বাচনকে বিচ্ছিন্ন দ্বীপের মতো করে ইঞ্জিনিয়ারিং করে শিবিরকে বিজয়ী করা হয়েছে। এ পরিস্থিতিতে ছাত্রদলকে আত্মসমালোচনা করে ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রিন্স অভিযোগ করেন, সরকারের প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ে জমায়াত-শিবির প্রভাব বিস্তার করছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হলেও এবার সেটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ভারতের দিল্লীতে বসে সরকারপন্থী শিল্পগোষ্ঠী থেকে অর্থ সংগ্রহ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশি-বিদেশি মহলকে বোঝাতে চাইছে যে, হাসিনার বিকল্প নেই।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে এবং ধানের শিষের পক্ষে প্রচার চালাতে হবে। পাশাপাশি জামায়াতপন্থী নারীদের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত