ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
জেলা বিএনপির সভাপতি হলেন মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সাল

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আট বছর পর সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ভার্চুয়াল উপস্থিতিতে এই সম্মেলন শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী কাউন্সিলরদের ভোটের ফলাফলের ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করেন। এতে মির্জা ফয়সাল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং পয়গাম আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মির্জা ফয়সাল আমিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই।
সমাপনী অনুষ্ঠানে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া (ভার্চুয়াল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন। প্রধান বক্তা ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলন সফল করার জন্য নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণ, শিশুদের সার্বিক উন্নয়ন, নারী সমস্যার সমাধান এবং জনবান্ধব নেতৃত্ব তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসন আমলে শাসকদের জবাবদিহিতা ছিল না, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে তা নিশ্চিত করবে। তারেক রহমান আরও বলেন, এই সম্মেলনে যেভাবে কাউন্সিলরদের মতের প্রতিফলন হয়েছে, তেমনি বিএনপির আগামী রাষ্ট্র পরিচালনায়ও জনমতের প্রতিফলন থাকবে, যা জনসাধারণের কল্যাণের জন্য একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। তিনি পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আজ যে সময়ে আমরা এই সম্মেলন করছি, তা এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ত্যাগ, জীবনদান, জেল-জুলুম সহ্য করে আজ আমরা জাতি হিসেবে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছি।" সম্মেলনস্থল ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ সম্পর্কে তিনি বলেন, এই মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন, এমনকি তরুণ পথ-প্রদর্শক তারেক জিয়াও এখানে সফল জনসভা করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প