ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

আধুনিক প্রযুক্তিতে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫টি যুদ্ধজাহাজ

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৮:৩১:০৯

আধুনিক প্রযুক্তিতে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫টি যুদ্ধজাহাজ

আধুনিক যুদ্ধক্ষেত্রে সমুদ্র শক্তি আজকের যেকোনো দেশের সামরিক ক্ষমতার গুরুত্বপূর্ণ মাপকাঠি। সমুদ্রপথে প্রাধান্য বিস্তারের জন্য অনেক দেশই অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধজাহাজ তৈরি করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, আকার, গতি, অস্ত্রশক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫টি যুদ্ধজাহাজ হলো—

১) USS Gerald R. Ford (CVN-78) – যুক্তরাষ্ট্রবিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার। পারমাণবিক শক্তিচালিত এই জাহাজে ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম (EMALS) ব্যবহার করা হয়েছে। একসঙ্গে এটি ৭৫টির বেশি যুদ্ধবিমান বহন করতে সক্ষম।

২) Admiral Kuznetsov – রাশিয়ারাশিয়ার একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার হলেও বিশ্বের অন্যতম শক্তিশালী জাহাজ হিসেবে এটিকে গণ্য করা হয়। এতে রয়েছে যুদ্ধবিমান ও হেলিকপ্টার, সঙ্গে শক্তিশালী অ্যান্টি-শিপ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

৩) HMS Queen Elizabeth – যুক্তরাজ্যরয়্যাল নেভির গর্ব এ এয়ারক্রাফট ক্যারিয়ারটি উন্নত প্রযুক্তিতে সজ্জিত। এতে F-35B স্টেলথ যুদ্ধবিমান, অত্যাধুনিক রাডার সিস্টেম এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার সুবিধা রয়েছে।

৪) Type 055 Destroyer – চীনচীনের তৈরি এই জাহাজটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার হিসেবে ধরা হয়। এতে ১১২টি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম (VLS) রয়েছে, যা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহার করা যায়।

৫) INS Vikrant – ভারতভারতের প্রথম নিজস্বভাবে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি ৩০টির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহন করতে সক্ষম। উন্নত রাডার, প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল প্রযুক্তির কারণে এটি বিশ্বের শক্তিশালী যুদ্ধজাহাজের তালিকায় স্থান পেয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত