ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১০:৩৪:৪৪

উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর ট্রেনটি পাঁচটি বগি নিয়ে জয়পুরহাট স্টেশনে অবস্থান করছে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আক্কেলপুর স্টেশন সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছাড়ার পর হলহলিয়া রেলসেতু পার হওয়ার প্রায় দেড় কিলোমিটার দূরে ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পাওয়ার কারের কর্মীরা বিষয়টি জানার পর ট্রেনটি ভদ্রকালী এলাকায় থামানো হয় এবং তখনই বগিটি লাইনচ্যুত হয়।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত