ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

এবারের নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

২০২৫ সেপ্টেম্বর ০৮ ০০:৩২:৪০

এবারের নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য এক ঐতিহাসিক পরীক্ষা। তিনি বলেন, এই মুহূর্তে পুলিশের সবচেয়ে বড় দায়িত্ব হলো নির্বাচনকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

রোববার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং আমাদের গণতন্ত্রের শেকড়কে আরও সুদৃঢ় করার সুযোগ। নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিটি পদক্ষেপ জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে। তাই প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে সবাইকে দক্ষ ও সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হতে হবে।

আইজিপি আরও বলেন, সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও প্রমাণ করা যাবে, বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী।

তিনি উল্লেখ করেন, প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু আইন শেখানো নয় বরং চাপের মধ্যে নিরপেক্ষ থাকা, সংঘাতের পরিবর্তে সমাধান খোঁজা এবং মানুষের আস্থা অর্জনের কৌশল শেখা।

বাহারুল আলম বলেন, প্রশিক্ষণে অর্জিত প্রতিটি জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও যোগ করেন, আমরা চাই দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন হোক। এই লক্ষ্যে আমরা সবাই দক্ষতা ও নিরপেক্ষতা দিয়ে জনগণের আস্থা অর্জন করব।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত