ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: শান্তিপূর্ণ করতে সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার

২০২৫ সেপ্টেম্বর ০৭ ২০:১০:৩৫

ডাকসু নির্বাচন: শান্তিপূর্ণ করতে সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টামণ্ডলির বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করাই বৈঠকের মূল বার্তা।

প্রেস সচিব আরও বলেন, “পরাজিত শক্তি বেপরোয়া হয়ে মাঠে নেমেছে। তারা সার্বিক শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।” এ পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে দুর্গাপূজা নির্বিঘ্ন করার বিষয়েও জোর দেওয়া হয়। প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মীয় নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষার দায়িত্ব নিতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত