ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

রিসোর্ট থেকে ধরা পড়লেন সাবেক অতিরিক্ত আইজিপি

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৩:৫২:০৬

রিসোর্ট থেকে ধরা পড়লেন সাবেক অতিরিক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদক:চেক জালিয়াতি মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার, ৭ সেপ্টেম্বর, ঢাকার নবাবগঞ্জে তার নিজ মালিকানাধীন রিসোর্ট ‘ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক’ থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ থাকলেও সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের মামলাগুলো নতুন করে আলোচনায় আসে।

প্রেষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান থাকাকালীন তিনি ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। নদী খননের প্রকল্প, টেন্ডার প্রক্রিয়া এবং শিল্পপ্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করেন তিনি। এসব অবৈধ উপার্জনের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন শত শত কোটি টাকার সম্পদ, যার মধ্যে রয়েছে ঢাকার নবাবগঞ্জে শত বিঘা জমির ওপর নির্মিত একটি বিলাসবহুল খামারবাড়ি।

দুর্নীতি দমন কমিশন (দুদক) শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তারা যৌথভাবে প্রায় ৬৬ কোটি ৪৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে উপার্জন করেছেন।দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, সাবেক এই কর্মকর্তা বিভিন্ন ব্যাংক হিসাবে ২১ কোটি টাকার বেশি লেনদেন করেছেন, যার উৎস অস্বচ্ছ ও অসামঞ্জস্যপূর্ণ। পরবর্তীতে সেই অর্থ তুলে মালিকানা ও উৎস গোপনের চেষ্টা করা হয়েছে। এছাড়া তার দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের তথ্য গোপন রয়েছে।

শামসুদ্দোহার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২), ২৭(১) এবং দুর্নীতি দমন প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধেও কয়েক কোটির সম্পদ গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুদক এবং আদালতের কার্যক্রম এখন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে দেশবাসী।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত