ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বিরল ব্লাড মুন

২০২৫ সেপ্টেম্বর ০৭ ০৮:৩০:২৬

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বিরল ব্লাড মুন

নিজস্ব প্রতিবেদক: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে আজ রাতে। এ সময় চাঁদ গাঢ় লালচে রঙ ধারণ করায় একে ‘রক্ত চাঁদ’ বা ব্লাড মুন বলা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ দৃশ্য দেখা সম্ভব হবে। গ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে এবং শেষ হবে ৮ সেপ্টেম্বর ভোরে। মোট স্থায়িত্ব প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট।

চন্দ্র-সূর্যের সরলরেখায় অবস্থানের সময় পৃথিবী মাঝখানে চলে আসায় সূর্যের আলো চাঁদে পৌঁছায় না, তখনই তৈরি হয় চন্দ্রগ্রহণ।

এই গ্রহণ ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত সম্পূর্ণভাবে দেখা যাবে। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ এ দৃশ্যের বাইরে থাকবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত