ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানের ৯১৪ শহীদের তালিকা প্রকাশ

২০২৫ সেপ্টেম্বর ০৭ ০১:৫৫:১৭

জুলাই গণঅভ্যুত্থানের ৯১৪ শহীদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৯১৪ জন ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভল্যুশনারি এলায়েন্স’ নামের একটি সংগঠন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। সংগঠনটি দাবি করেছে, তাদের কাছে আরও ৬০০-এর বেশি শহীদের তথ্য রয়েছে, যা এখনো যাচাই-বাছাই প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান, মুখপাত্র ফানতাসির মাহমুদ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহমদ সামরান। লিখিত বক্তব্যে তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীসহ দেশের ৫৪টিরও বেশি স্থানে হতাহতের ঘটনা ঘটেছিল। পুলিশ ও এপিবিএনের গুলিতে সর্বোচ্চ সংখ্যক মানুষ হতাহত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গুলিতে। এছাড়া, তৃতীয় সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা ঘটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে। সংবাদ সম্মেলন থেকে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর পদত্যাগ দাবি করা হয়।

সংগঠনটি প্রকাশিত তালিকাটিকে পূর্ণাঙ্গ নয় বলে উল্লেখ করেছে। তাদের দাবি, সরকারি গেজেটে অন্তর্ভুক্ত শহীদদের পাশাপাশি নির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্যও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনও অনেক শহীদ রয়েছেন যাদের সরকার তালিকায় অন্তর্ভুক্ত করেনি। তারা আরও জানান, বর্তমানে ৬০০-এর বেশি শহীদের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

সংগঠনের মুখপাত্র ফানতাসির মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, "জুলাই বিপ্লবে যে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছে, তার বিচার আজও হয়নি। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে ন্যূনতম পদক্ষেপও নেয়নি। তারা পারতো, কিন্তু করেনি। বিচারের উদ্দেশ্য আদৌ ছিল কিনা, সেটা নিয়েও প্রশ্ন আছে।" তিনি আরও যোগ করেন, "শহীদদের রক্তের ন্যূনতম মর্যাদাটুকু পর্যন্ত নিশ্চিত করা হয়নি। ফলে অন্তর্বর্তী সরকার এক ভয়ংকর উদাহরণ তৈরি করে গেল যে, বাংলাদেশে গণহত্যার বিচার হয় না। এই দেশে মানুষকে হত্যা করা যায়, হাজার হাজার প্রাণ কেড়ে নেওয়া যায়—কিন্তু আসামিরা নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারে।"

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত