ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

‘বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ’

২০২৫ সেপ্টেম্বর ০৬ ২১:৫০:৩১

‘বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ’

২০২৪ সালে বিশ্বব্যাপী রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে উচ্চ ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে প্রায় ৫৭ বিলিয়ন ডলার অপচয় হয়েছে বলে জানায় আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি না’লা (NALA)।

বাংলাদেশের ক্ষেত্রে একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬.৯ বিলিয়ন ডলার। এর মধ্যে ১.৪৮ বিলিয়ন ডলার বা প্রায় ১৬,২০০ কোটি টাকা অতিরিক্ত খরচে হারিয়ে গেছে। এই ক্ষতির পরিমাণ বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় ২.০২৫ শতাংশ এবং জিডিপির প্রায় ০.৩৩ শতাংশের সমান।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন না’লা বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন তমা রশিদ।

জিরো ফিতে দ্রুত অর্থ পাঠানোর অঙ্গীকার

মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত ও নিরাপদে দেশে পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। আমরা চাই প্রবাসীরা গর্বের সঙ্গে বলতে পারেন তাদের পাঠানো প্রতিটি টাকা দ্রুত, বিনামূল্যে এবং স্বচ্ছভাবে পরিবারের হাতে পৌঁছাচ্ছে।

তিনি আরও বলেন, রেমিট্যান্স শুধু প্রবাসী পরিবারের নয়, দেশের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অর্থ পাঠানোর প্রক্রিয়ায় অতিরিক্ত চার্জ, লুকানো খরচ বা বিলম্ব যেন না হয়, সে লক্ষ্যে কাজ করছে না’লা।

সহজ ও ঝামেলামুক্ত প্ল্যাটফর্ম

প্রবাসীদের সুবিধার্থে মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বোত্তম রেটে এবং বিনামূল্যে অর্থ পাঠানোর সুযোগ দিয়েছে না’লা। মাহমুদুল হাসান জানান, ব্যাংক বা মানি এক্সচেঞ্জে গিয়ে টাকা পাঠানোর ঝামেলা এড়াতে ঘরে বসেই এই অ্যাপ ব্যবহার করে লেনদেন করা সম্ভব।

বর্তমানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ২১টি দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো যাচ্ছে। ২০২১ সালে চালু হওয়া অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা ইতোমধ্যে ৫ লাখ ছাড়িয়েছে।

অ্যাপের মাধ্যমে যেসব দেশ থেকে টাকা পাঠানো যায় সেগুলোর মধ্যে রয়েছে- অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইটালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

না’লা-এর বৈশ্বিক উপস্থিতি

না’লা বর্তমানে আফ্রিকা ও এশিয়ার ১৪টি দেশে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী উপায়ে টাকা পাঠানোর সেবা দিচ্ছে। এর বি-টু-বি পেমেন্ট প্ল্যাটফর্ম রফিকী এপিআই আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ করেছে। কোম্পানিটি ওয়াই কম্বিনেটর, এক্সেল এবং বিসসিমার-এর মতো প্রতিষ্ঠান থেকে বিনিয়োগপ্রাপ্ত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত