ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এখন সবার জন্য উন্মুক্ত'

২০২৫ সেপ্টেম্বর ০৬ ২১:৪৪:৩১

'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এখন সবার জন্য উন্মুক্ত'

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এখন সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

আতিকুর রহমান রুমন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জিয়াউর রহমানের মাজারে বিএনপির নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হতো এবং গ্রেফতার করে কারাগারে পাঠানো হতো। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই। তিনি বলেন, “আমরা চাই—স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সবাই আসুক। মাজার জিয়ারত করুক, এখানে মানুষের অভয়ারণ্য হোক।”

তিনি আরও জানান যে, যতদিন একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসে, ততদিন ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জিয়া উদ্যান রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে।

আজ দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে। তারা জিয়া উদ্যানে বিভিন্ন ফুলের চারা রোপণ করে এবং উদ্যানের লেকে শাপলা ফুলের চারা রোপণ করে সৌন্দর্য বৃদ্ধি করেন।

এ সময় সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি সহ অন্যান্য সদস্যরা এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন সহ অসংখ্য নেতাকর্মী এই কার্যক্রমে অংশ নেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত