ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

পুলিশ ক্যাম্পে হামলাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ০৬ ২১:২৭:৪৭

পুলিশ ক্যাম্পে হামলাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ তদন্তকেন্দ্রে হামলাকারী নৌ ডাকাত নয়ন-পিয়াসরা দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে সোজা কেরানীগঞ্জ জেলখানায়।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জামালপুরে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি নিজেও মুন্সীগঞ্জের বাসিন্দা, জানান যে তিনি এই নৌ ডাকাত গ্রুপ সম্পর্কে অবগত আছেন এবং তাদের হাতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। তিনি আরও বলেন যে অস্থায়ী ক্যাম্পটিকে স্থায়ী করার জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং দ্রুতই এটি স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং অস্ত্র সন্ধানদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। সন্ধানদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন।

মুন্সীগঞ্জের আলুচাষিদের দুর্দশা প্রসঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সরকার আলুর মূল্য হিমাগারে ২২ টাকা নির্ধারণ করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আলু বের হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন যে আগামী ১৫ দিনের মধ্যে আলুর দাম আরও বাড়তে পারে।

এ সময় তার সঙ্গে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেঘনা ও শাখা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসা ও চাঁদাবাজি করে আসছিল নৌ ডাকাত নয়ন, পিয়াস, রিপন ও লালু বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ আগস্ট জামালপুরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। এর তিন দিন পর ২৫ আগস্ট ডাকাতরা ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে পুলিশ সদস্যদের ওপর থানা থেকে লুট করা অস্ত্র ও ককটেল ব্যবহার করে হামলা চালায়। এই ঘটনায় ২৬ আগস্ট গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হলেও মূল আসামিরা এখনও পলাতক রয়েছে এবং অস্ত্র উদ্ধার করা যায়নি।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত