ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
‘ব্যাংকের প্রভিশন ঘাটতি থাকলে বোনাস পাবেন না কর্মকর্তারা’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন যদি কোনো ব্যাংকের মূলধন যদি ১০ শতাংশের নিচে হয় এবং প্রভিশন ঘাটতি থাকে তাহলে ওই ব্যাংকের শেয়ার হোল্ডারদের মুনাফা দেওয়া হবে না। তিনি বলেন, একইসঙ্গে এসব ব্যাংকের কোনো কর্মকর্তাকে বোনাসও দেওয়া হবে না।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশ-এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ; আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ, আগামীর অর্থনীতি’ শিরোনামে এক আলোচনায় সভায় এ কথা জানান তিনি।
বাংলাদেশের অর্থনীতিতে গত কয়েক বছর ধরে যে অস্থিরতা বিরাজ করছিল, তা কাটিয়ে উঠতে কাজ চলছে বলে জানিয়েছেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমরা ধীরে ধীরে অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে ফিরিয়ে আনছি এবং ইতিমধ্যে আংশিক সফলতাও এসেছে।
তিনি আরও জানান, বর্তমানে ব্যালেন্স অব পেমেন্ট সব খাতেই উদ্বৃত্ত রয়েছে। এর প্রধান কারণ হলো রেমিট্যান্সপ্রবাহে ২১ শতাংশ বৃদ্ধি। পাশাপাশি, বিভিন্ন সংকট সত্ত্বেও রপ্তানিও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আগামী রোববার (৭ সেপ্টেম্বর) সরকারের সঙ্গে পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা শুরু হবে। তার মতে, এই পদক্ষেপ এক-দুই বছরের মধ্যে ভালো ফল বয়ে আনবে এবং কর্মকর্তা ও আমানতকারীদের জন্যও ইতিবাচক হবে।
গভর্নর বলেন, হুন্ডি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আগে প্রবাসী আয়ের প্রায় ৩০ শতাংশ লিকেজ হতো, যা এখন অনেকটাই কমে গেছে। আমদানি পরিমাণ কমেনি, তবে মূল্য হ্রাস পেয়েছে। অতীতে যে মূল্য বাড়িয়ে অর্থপাচার করা হতো, এখন তা আর হচ্ছে না। এর ফলে ব্যয়ও কমেছে এবং রিজার্ভ বেড়েছে।
গভর্নর বলেন, ডলার সংকট না থাকলেও টাকার সংকট রয়েছে। এখন মূল্যস্ফীতি নিয়ে কাজ করছি, আরও কাজ করতে হবে। এটা একদিনে হয় না, সময় লাগে। চালের দামটা বেড়ে যাওয়ায় আগস্টে কিছুটা মূল্যস্ফীতি বেড়েছে, তবে মূল্যস্ফীতি আমাদের ৫ শতাংশের নিচে নামাতেই হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার