ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

 'অপশক্তি' আখ্যা দিয়ে জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি

২০২৫ সেপ্টেম্বর ০৬ ২০:১০:৩৪

 'অপশক্তি' আখ্যা দিয়ে জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে 'মঞ্চ ২৪' নামের একটি সংগঠন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।

সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী ১৪ দলকে 'অপশক্তি' হিসেবে উল্লেখ করে বলেন, তারা মানুষের অধিকার উপেক্ষা করে 'স্বৈরাচারী জননীকে' বৈধতা দিয়েছে। ফাহিম ফারুকী আরও অভিযোগ করেন যে, ১৪ দল ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো তৈরি করে সুশাসনের পরিবর্তে স্বৈরাচার, গণতন্ত্রের পরিবর্তে গোপন অপকৌশল এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যবাদের পৃষ্ঠপোষকতা করেছে। তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভারতপন্থি রাজনীতি এবং বিদেশি শক্তির এজেন্ডা আর চলতে দেওয়া হবে না।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত