ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
রাজনীতির সঙ্গে আমাকে জড়াবেন না: শবনম ফারিয়া

বিনোদন ডেস্কঃজনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বহু আগেই সুনিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরব ভূমিকার পর তিনি এখন অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন।
সম্প্রতি পরিবারের সঙ্গে সময় কাটাতে পঞ্চগড় ভ্রমণের আগ্রহ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন তিনি। ভ্রমণের জন্য উপযুক্ত রিসোর্ট বা হোটেলের সাজেশনও চান অনুরাগীদের কাছে। তার পোস্টে অনেক নেটিজেন তথ্য দিয়ে সহায়তা করেন। এর মধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমও। সারজিসের সেই মন্তব্য ভাইরাল হলে একশ্রেণির নেটিজেন ব্যঙ্গাত্মক পোস্ট করতে শুরু করেন, যা নিয়ে শবনম ফারিয়াকে ঘিরেও নানা পোস্ট ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে নতুন একটি পোস্ট দিয়েছেন ফারিয়া। তিনি লিখেছেন,“আমি স্পষ্ট করে বলতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে—তাদের কারোর সঙ্গেই আমার কোনো সম্পর্ক বা সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে কালা মাগুর যেমন কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! কিন্তু তাতে আমার রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হয় না।”
তিনি আরও লিখেছেন, “আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি একজন শিল্পী এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার মঞ্চ নয়। ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতি।”
ফারিয়া তার পোস্টে অভিযোগ করেন, তার ব্যক্তিগত মতামতকে জোর করে রাজনীতির সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়। তিনি বলেন,“যা-ই লিখি কিছুক্ষণ পর দেখি সেটা খবর হয়ে যাচ্ছে। আগে হাসতাম, পরে বিব্রত হতাম। এখন যেহেতু নিয়মিত অভিনয় করি না, তাই ‘Who cares?’ মুডে আছি। তবে কিছু ঘটনা শুধু বিব্রতকর না, বিরক্তিকরও। বিশেষ করে, আমাকে জোর করে কোনো রাজনৈতিক আলোচনায় টেনে আনার চেষ্টা।”
অভিনয়ের পাশাপাশি চাকরি করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তার ভাষায়,“আমি কখনো অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দু হতে চাইনি। তা না হলে অভিনয়ের পাশাপাশি চাকরি না করে টিকটকে নাচতাম, জিমে ছবি তুলতাম বা মিরর সেলফি দিতাম। অ্যাটেনশনের জন্য দেশে খুব বেশি কষ্ট করতে হয় না—আমি জানি, আপনারাও জানেন। বর্তমানে আমি ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করছি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা