ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

পুলিশের ওপর হামলা, মামলায় আসামি সাড়ে ৩ হাজার

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১২:১৮:৩৫

পুলিশের ওপর হামলা, মামলায় আসামি সাড়ে ৩ হাজার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে সহিংস হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম। তিনি জানান, পুলিশের ১০-১২ জন সদস্য আহত হয়েছেন এবং দুইটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মামলাটি থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে রাতেই দায়ের করেন। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, “বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের দরবারে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপর হামলা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। আমরা মামলার পর আসামিদের ধরতে অভিযান শুরু করেছি।”

এদিকে এলাকাটি এখন শান্ত রয়েছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। অনেক মানুষ ধ্বংসস্তূপ দেখতে সেখানে ভিড় করছেন।

উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ চালায়। এসময় নুরাল পাগলের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত