ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

“ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলছে, প্রতিরোধে জনগণ প্রস্তুত”

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১২:০২:৩২

“ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলছে, প্রতিরোধে জনগণ প্রস্তুত”

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প ও গৃহায়ণ-গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরাজিত ফ্যাসিবাদকে পরাজিত ভাবলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে এবং তাকে প্রতিহত করতে হয়। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ আবারও ফ্যাসিবাদকে দমন করবে ও প্রতিহত করবে। ৫ আগস্ট যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য অটুট থাকবে।”

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোরের ভবানীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল, আর দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল। “৩৬ দিনের সংগ্রামে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু আকাঙ্ক্ষার সব লক্ষ্য পূর্ণ হয়নি। বিচার ও সংস্কারের কাজ এখনও বাকি। বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে, সংস্কারও আমরা এগিয়ে নিচ্ছি। নির্বাচনের ঘোষণাও এসেছে। আমরা চেষ্টা করছি দায়িত্ব পালন করতে, কারণ এটি কেবল সরকারের দায়িত্ব নয়, এটি গণঅভ্যুত্থানের সরকারের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি জনগণকে সেই মুক্তির লক্ষ্যেই নিয়ে যেতে, যে লক্ষ্য তরুণরা জুলাইয়ে আলো জ্বালিয়ে দেখিয়েছিল। শহীদদের কবর বাঁধানো হয়েছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জুলাই শহীদরা জাতির সূর্যসন্তান।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম, শহীদ আকিবের বাবা জামায়াত নেতা দেলোয়ার হোসেন খান ও শহীদ হৃদয়ের বাবা রাজু আহমেদ।

এর আগে সকাল সাড়ে ৮টায় উপদেষ্টা নাটোরে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন। শুক্রবার রাতে তিনি স্থানীয় জুলাই শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত