ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

চ্যাট হবে নিখুঁত: নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১১:৩৫:২৯

চ্যাট হবে নিখুঁত: নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ

ডুয়া ডেস্কঃ মেসেজ লেখার সময় বানান ভুল বা অগোছালো লেখা নিয়ে ঝামেলায় পড়া ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এলো একদম নতুন ফিচার— ‘মেটা এআই রাইটিং হেল্প’। এই সুবিধার মাধ্যমে চ্যাটে বার্তা লেখার সময়ই ব্যবহারকারীরা পাবেন সাজেশন, যা তাদের মেসেজকে আরও গুছিয়ে, প্রফেশনাল ও অর্থবহ করে তুলবে।

ফিচারটি ব্যবহার করতে গিয়ে যখনই কেউ চ্যাটে টাইপ করা শুরু করবেন, তখন টেক্সট বক্সে একটি ছোট পেন্সিল আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই মেটা এআই তিন-চারটি ভিন্ন স্টাইলের পরামর্শ দেখাবে। ব্যবহারকারীরা চাইলে প্রফেশনাল, মজাদার (ফানি), সহায়ক (সাপোর্টিভ) অথবা শুধু প্রুফরিড (বানান ও ব্যাকরণ সংশোধন) বিকল্প বেছে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এআই শুধুমাত্র পরামর্শ দেবে—ব্যবহারকারীর মূল বার্তা কোথাও সংরক্ষণ হবে না। ফলে ব্যক্তিগত তথ্য বা কথোপকথন থাকবে সম্পূর্ণ নিরাপদ।

কারা বেশি উপকৃত হবেন?

এই ফিচার বিশেষভাবে সহায়ক হবে শিক্ষার্থী, অফিসকর্মী ও পেশাজীবীদের জন্য। শিক্ষককে ইমেইল লেখা হোক বা ক্লায়েন্টকে গুরুত্বপূর্ণ মেসেজ পাঠানো—সবক্ষেত্রেই এটি সময় বাঁচাবে এবং মেসেজকে করবে আরও প্রভাবশালী।

কীভাবে ব্যবহার করবেন?

১️⃣ গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন আপডেট করুন।২️⃣ যেকোনো চ্যাট খুলে বার্তা টাইপ করতে শুরু করুন।৩️⃣ টাইপ করার সময় টেক্সট বক্সে পেন্সিল আইকন দেখবেন।৪️⃣ আইকনে ট্যাপ করে আপনার পছন্দের বিকল্প (প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ, প্রুফরিড) বেছে নিন।৫️⃣ সাজেশন গ্রহণ করে মেসেজ পাঠিয়ে দিন।

হোয়াটসঅ্যাপের এই নতুন এআই ফিচার মূলত লেখার সহকারী হিসেবে কাজ করবে। প্রযুক্তিবিদরা মনে করছেন, এটি ভবিষ্যতে অনলাইন মেসেজিং অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত