ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

''মহানবীর জীবনাদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য''

২০২৫ সেপ্টেম্বর ০৬ ০৯:৫৯:৩৩

''মহানবীর জীবনাদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য''

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষা মুসলিম উম্মার জন্য এক দৃষ্টান্ত। তিনি বলেছেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল ও পরকালীন কল্যাণ নিশ্চিত করার জন্য মহানবীর প্রতিটি কথা, কর্ম ও জীবনাদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য।

শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, "পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমি দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।"

তিনি বলেন, "আজ সেই মহিমান্বিত দিন, যেদিন আল্লাহর সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আগমন করেন। তাঁর আগমন মানবজাতির জন্য রহমত, শান্তি ও মুক্তির বার্তা বয়ে এনেছিল। তৎকালীন আরব সমাজের অন্যায় ও অন্ধকার দূর করে মানুষকে তিনি আলোর পথ দেখান। মহান আল্লাহ হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর কোরআন নাজিল করে বিশ্বে তাওহীদ প্রতিষ্ঠার গুরুদায়িত্ব অর্পণ করেছেন। নানা প্রতিকূলতা মোকাবিলা করে মহানবী অসীম ধৈর্য, কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেছেন এবং সমগ্র পৃথিবীতে কোরআনের মর্মবাণী ছড়িয়ে দিয়েছেন।"

রাষ্ট্রপতি আরও বলেন, "মহানবী (সা.) সম্যক ও ন্যায়বিচারপূর্ণ সমাজ গড়ে তুলতে এবং সকলের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা করতে মুসলমানদের জন্য দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর জীবন ও শিক্ষা অনুসরণই আমাদের ইহকাল ও পরকালীন কল্যাণ নিশ্চিত করবে।"

তিনি প্রার্থনা করেন, "মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক। মহান আল্লাহ আমাদেরকে তাঁর সুমহান আদর্শ যথাযথভাবে অনুসরণের তৌফিক দান করুন, যেন আমরা দেশ, জাতি ও মানবতার কল্যাণে সক্রিয়ভাবে কাজ করতে পারি।"

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত