ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

হামাসের সঙ্গে গভীর আলোচনায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২০২৫ সেপ্টেম্বর ০৬ ০৮:২৫:১০

হামাসের সঙ্গে গভীর আলোচনায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিষয়টি নিয়ে গভীর আলোচনা চলছে এবং তিনি হামাসকে সরাসরি আহ্বান জানিয়েছেন যাতে তারা জিম্মিদের ছেড়ে দেয়।

ট্রাম্প বলেন, “আমি হামাসকে বলব, জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। তবে যদি তারা গাজা থেকে জিম্মিদের ছেড়ে না দেয়, তাহলে পরিস্থিতি জটিল হবে এবং সেটা কারও জন্যই ভালো হবে না।”

তিনি আরও মন্তব্য করেন, হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি নেই, যা আলোচনাকে আরও কঠিন করে তুলেছে। “আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসে, তখন তাদের ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে যায়। বেশি চাপ প্রয়োগ মানে আত্মসমর্পণ করা, সেটিও ভালো নয়,” বলেন ট্রাম্প।

সম্প্রতি ইসরায়েলে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির দাবিতে ব্যাপক আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন যাতে যুদ্ধ বন্ধে হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো যায়। এ প্রসঙ্গে ট্রাম্প মনে করেন, সাধারণ ইসরায়েলিদের এই আন্দোলন গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা আরও কঠিন করে তুলছে।

গত সপ্তাহে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন, সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে। তিনি লিখেছিলেন, “২, ৫ বা ৭ জন নয়, সব জিম্মিকে মুক্তি দিতে হবে। আর যদি হামাস তা করে, তাহলে ভালো কিছু ঘটবে।”

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত