ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ত্রিমুখী কোন্দলে সুযোগ নিচ্ছেন হাসনাত

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৯:৫১:২৮

ত্রিমুখী কোন্দলে সুযোগ নিচ্ছেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক :কুমিল্লার দেবিদ্বার (কুমিল্লা‑৪) আসনকে ঘিরে রাজনৈতিক ময়দান এখন উত্তপ্ত বিএনপির ত্রিভাজিত সংঘর্ষের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী—সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, জেলা সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এবং ছাত্রনেতা এমএ আউয়াল খান—তিনটি আলাদা গ্রুপে বিভক্ত। তবে আলোচনায় সবচেয়ে শক্তিশালী হয়ে দেখা যাচ্ছে মুন্সু ও তারেকের গ্রুপকে। প্রতিটি কর্মসূচিতে পৃথকভাবে শোডাউন ও লোকসমাগমে নিজ যোগ্যতা প্রমাণের চেষ্টা চলছে।

অন্যদিকে, এনসিপির হাসনাত আবদুল্লাহ নিয়মিত গণসংযোগ ও উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন—যাতে তিনি দলের পক্ষ থেকে সংগঠন গড়ে তুলছেন তৃণমূলে। এলাকার নিচু থেকে সাড়া পাওয়া এই তরুণ প্রতিদ্বন্দ্বীর প্রস্তুতি, বিএনপির দ্বন্দ্বকে কাজে লাগিয়ে আসনটি দখল করার নিজের স্বপ্ন বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।

কিশোরগঞ্জের পাশে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম সহিদও মাঠে রয়েছেন, কিন্তু দেবিদ্বারকেন্দ্রিক মূল উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাসনাত। এনসিপি নাকি আসনটি ভাগ করে নিতে চায়—এই গুঞ্জনের মাঝে স্থানীয়দের প্রশ্ন, হাসনাত কি আসলেই চমক দেবেন? নাকি বিএনপি দলীয় ঐক্য ফিরে পেয়ে আসনটি ধরে রাখবে?

ফোরামের মতে, “যদি বিএনপি নেতারা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে ভোট বিপ্লব ঘটাতে পারেন দেবিদ্বারে। অন্যথায়, এনসিপির সুদূরপ্রসারী প্রভাব বদলে দিতে পারে রাজনীতির মানচিত্র।”হাসনাত নিজে বলছেন,“আমরা উঠান বৈঠক, রাজনীতি, সচেতনতা—এসবের মাধ্যমে জনগণকে বলছি, ভোট তাঁদের; যার যাই মনোনয়ন, জন নির্বাচিত করবেন।।”

সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু দেবিদ্বারে বিএনপির পারমাণবিক ভোট ব্যাংক আছে, তাই একতা পেলে বিপ্লব ঘটবে। অন্যদিকে, বিভক্তি অব্যাহত থাকলে হাসনাত ক্যানভাসিং ও উন্নয়ন কাজে জোরদার হয়ে আসনের দখল নিতে পারেন।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত