ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

জাতীয় পার্টি কার্যালয়ে ফের হামলা ও আগুন

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৯:৩০:৪০

জাতীয় পার্টি কার্যালয়ে ফের হামলা ও আগুন

নিজস্ব প্রতিবেদকঃ গণ অধিকার পরিষদের নেতা ও কর্মীরা আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। ঘটনার সময়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা।

এর আগে, ৩১ আগস্ট মিছিলের সময়ও একই দলের বিক্ষোভকারীরা কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছিল। ওই ঘটনায় তারা কার্যালয়ে আগুন ধরানোর চেষ্টা করেছিল।

পুলিশ তখন তৎপর হয়ে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। এছাড়া আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকামান ব্যবহার করা হয়।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত