ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

কিডনি সমস্যায় বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আইসিইউতে

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৭:৫২:১৩

কিডনি সমস্যায় বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক : লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন। ২০১৯ সাল থেকে নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছেন তিনি।

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে হঠাৎ অসুস্থ বোধ করে ফরিদা পারভীনকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, “তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস সেবা নিচ্ছেন। ডায়ালাইসিসের পর তার বমি শুরু হওয়ায় শরীরের সোডিয়ামের মাত্রা কমে গেছে। পাশাপাশি ইন্টারনাল রক্তক্ষরণের সমস্যাও রয়েছে। শ্বাসকষ্টসহ নানা জটিলতা রয়েছে, বর্তমানে তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন।”

ডা. আশীষ আরও জানান, আগেও তার শারীরিক অবস্থা খারাপ ছিল, কিন্তু সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। এবারও চিকিৎসকরা আশা করছেন তিনি শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আজ (৫ সেপ্টেম্বর) যেকোনো সময় আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে।

ফরিদা পারভীনের দীর্ঘদিনের অন্যান্য শারীরিক জটিলতার মধ্যে রয়েছে ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যা। চিকিৎসকরা তার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত