ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

দুই বছরে তৃতীয়বার প্রধানমন্ত্রী বদল থাইল্যান্ডে

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৬:০৫:৩৮

দুই বছরে তৃতীয়বার প্রধানমন্ত্রী বদল থাইল্যান্ডে

নিজস্ব প্রতিবেদকঃ থাইল্যান্ডের পার্লামেন্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ অনুতিন চার্নভিরাকুলকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত আসে। এর ফলে মাত্র দুই বছরের মধ্যে দেশটি তৃতীয়বারের মতো নতুন প্রধানমন্ত্রী পেল।

অনুতিনের নেতৃত্বাধীন ভুমজাইথাই পার্টি ফিউ থাই নেতৃত্বাধীন জোট থেকে সরে এসে সংসদে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে সক্ষম হয়। যদিও রাজনৈতিক অনিশ্চয়তা এখনো কাটেনি। কারণ সাম্প্রতিক বছরগুলোতে আদালতের রায় ও সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একাধিক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ পরিবর্তন সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা। ২০০১ সালে পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই পরিবারটি থাই রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রেখেছিল। কিন্তু বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে থাকসিনের ব্যক্তিগত বিমান দেশ ছাড়ার ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকসিন জানান, চিকিৎসার জন্য তিনি দুবাই গেছেন। তবে আগামী ৯ সেপ্টেম্বর আদালতের শুনানিতে অংশ নিতে তিনি দেশে ফিরবেন। সেই শুনানিতে তার আবারও কারাগারে ফেরার ঝুঁকি রয়েছে।

সিনাওয়াত্রা পরিবারের জনপ্রিয়তা সবসময় গ্রামীণ ও নিম্নআয়ের জনগণের মধ্যে বেশি থাকলেও ব্যাংককের রক্ষণশীল রাজতন্ত্রী গোষ্ঠীর সঙ্গে তাদের সংঘাত দীর্ঘদিনের। থাকসিন ও তার বোন ইংলাক—দুজনই প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু যথাক্রমে ২০০৬ ও ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।

অনেকে পেতংতার্নের প্রধানমন্ত্রী হওয়াকে সিনাওয়াত্রাদের রাজনীতিতে প্রত্যাবর্তন হিসেবে দেখছিলেন। কিন্তু তার আকস্মিক অপসারণ দেখিয়ে দিলো—পরিবারটি আবারও রক্ষণশীল অভিজাতদের আস্থা ফিরে পেতে ব্যর্থ হয়েছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত