ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

এবার হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১২:৪৫:৩৬

এবার হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে ইনস্টাগ্রামের বহুল ব্যবহৃত 'ক্লোজ ফ্রেন্ড' ফিচার। এটি ব্যবহারকারীদের স্ট্যাটাস শেয়ারিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও নিয়ন্ত্রিত করবে। প্রতিদিন শতকোটি বার্তা আদান-প্রদানের মাধ্যমে কয়েকশ কোটি মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নতুন এই সুবিধা নিয়ে আসছে।

অনেক সময় ব্যবহারকারীরা তাদের মনের ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতি সবার সঙ্গে শেয়ার করতে চান না, বরং নির্দিষ্ট কিছু ঘনিষ্ঠজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান। এই প্রয়োজন মেটাতেই হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারটি যুক্ত হচ্ছে। এতদিন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ার করার জন্য তিনটি অপশন ছিল: ‘মাই কন্ট্যাক্টস’ (যোগাযোগ তালিকায় থাকা সবাই দেখতে পাবেন), ‘মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট’ (নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া সবাই দেখতে পাবেন), এবং ‘অনলি শেয়ার উইথ’ (শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিরা দেখতে পাবেন)।

নতুন 'ক্লোজ ফ্রেন্ড' অপশনটি ব্যবহারকারীদের একটি চতুর্থ বিকল্প দেবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ঘনিষ্ঠ বন্ধুদের একটি তালিকা তৈরি করতে পারবেন। পরবর্তীতে, যখন তারা কোনো স্ট্যাটাস দেবেন, তখন সেটি শুধুমাত্র সেই নির্বাচিত ঘনিষ্ঠ বন্ধুদের তালিকাভুক্ত ব্যক্তিরাই দেখতে পাবেন। ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও এই স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপের ব্যবহার ও গুরুত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, শুধু ব্যক্তিগত আড্ডা নয়, অফিসিয়াল অনেক কাজের জন্যও এই অ্যাপটি অপরিহার্য হয়ে উঠেছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তোলার জন্য মেটা নিয়মিতভাবে অ্যাপটিকে আপডেট করে চলেছে। 'ক্লোজ ফ্রেন্ড' ফিচারটি তারই একটি অংশ, যা অ্যাপটিকে আরও কার্যকরী ও ব্যবহারকারী-বান্ধব করে তুলবে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত