ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প, ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৬.২ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। এর চারদিন আগে ঘটে যাওয়া ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ২ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৩ হাজার ৬০০ জন আহত হয়েছেন। এই দুর্যোগে হাজার হাজার বাড়িঘর ধসে পড়ায় অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে।
বৃহস্পতিবার রাতের ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এর কম্পন ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং আশপাশের অঞ্চলেও অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা বেশি হওয়ায় সেখানকার বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। ভারতে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নতুন করে আঘাত হানা এই ভূমিকম্পে আফগানিস্তানে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
এদিকে, ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই ত্রাণসামগ্রী আফগানিস্তানে পৌঁছাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৩ হাজার আফগান গুরুতর আহত হয়েছেন। ৮ হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে, যার ফলে খাদ্য, পানি, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার, প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে, মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে ত্রাণ সামগ্রী প্রেরণ করছে। ত্রাণসামগ্রীর মধ্যে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি এবং ঔষধ অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানযোগে উল্লিখিত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে নেওয়া ও হস্তান্তর করা হবে। এই ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপ একযোগে কাজ করেছে। এর আগে ২০২২ সালের ভূমিকম্পের পরেও বাংলাদেশ থেকে আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার