ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী জাকার্তা

ইন্দোনেশিয়া টানা ১১ সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভে অস্থির সময় পার করছে। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী জাকার্তায়। সর্বশেষ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে পার্লামেন্ট ভবন ঘেরাও কর্মসূচির। তাদের দাবি, সরকারের সঙ্গে জরুরি বৈঠক করে জনগণের ক্ষোভ নিরসনে উদ্যোগ নিতে হবে।
এই দীর্ঘ বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আন্দোলনের প্রধান মোড় ঘুরে যায় যখন পুলিশের গাড়ি চাপায় এক ট্যাক্সি চালকের মৃত্যু ঘটে। ওই ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ আরও বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বেড়ে যায়।
সরকারের ব্যয় সংকোচন নীতি এবং পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগকে কেন্দ্র করে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানীর পাশাপাশি সুরাবায়া, বান্দুংসহ বিভিন্ন বড় শহরেও বিক্ষোভ হচ্ছে। অনেক এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে, যা সহিংসতায় রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, আন্দোলনের মধ্যে লুটপাট, সরকারি স্থাপনায় ভাঙচুর এবং অতিরিক্ত বল প্রয়োগের ঘটনাও ঘটেছে।
বিশ্লেষকরা বলছেন, সরকারের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। তারা মনে করছেন, অবিলম্বে কার্যকর আলোচনার মাধ্যমে শিক্ষার্থী ও নাগরিকদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোই সংকট সমাধানের একমাত্র পথ। অন্যথায় দেশজুড়ে সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে প্রশাসন।
বর্তমানে জাকার্তা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পার্লামেন্ট ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার