ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্বের কারণে দ্বিতীয়বার আইজিপি হন মামুন

নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য প্রদানের সময় জানিয়েছেন, তার দ্বিতীয়বারের আইজিপি পদায়ন ঘটেছিল তার আপত্তি সত্ত্বেও। তিনি দাবি করেন, গোপালগঞ্জে পুলিশের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের কারণে তাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার জেরায় সাবেক আইজিপি মামুন এ তথ্য তুলে ধরেন। স্টেট ডিফেন্স জানায়, তিনি কীভাবে মেয়াদ বাড়াতে আপত্তি জানিয়েছিলেন, সে বিষয়ে সাবেক আইজিপিকে প্রশ্ন করা হয়।
মামুন জানান, প্রথমবার মেয়াদ বৃদ্ধির সময় আপত্তি জানাননি, তবে দ্বিতীয়বারের জন্য তার আপত্তি থাকলেও তা অগ্রাহ্য করা হয়। সাক্ষ্য প্রদানের সময় তিনি উল্লেখ করেন, ছাত্রজীবনেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। তাঁর বাবা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এক ভাইও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত, আর অন্য সদস্যরা বিভিন্নভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তিনি আরও জানান, ২০১৬ সালে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০১৯ সালের শেষ থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত সিআইডির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন এবং ২০২০ সালের ১৪ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিজি ছিলেন।
এর আগে, জুলাইয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানের জন্য স্টেট ডিফেন্স আমীর হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা শুরু করেন। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও বিচার শুরুর আদেশ দেয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার