ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্বের কারণে দ্বিতীয়বার আইজিপি হন মামুন
নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য প্রদানের সময় জানিয়েছেন, তার দ্বিতীয়বারের আইজিপি পদায়ন ঘটেছিল তার আপত্তি সত্ত্বেও। তিনি দাবি করেন, গোপালগঞ্জে পুলিশের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের কারণে তাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার জেরায় সাবেক আইজিপি মামুন এ তথ্য তুলে ধরেন। স্টেট ডিফেন্স জানায়, তিনি কীভাবে মেয়াদ বাড়াতে আপত্তি জানিয়েছিলেন, সে বিষয়ে সাবেক আইজিপিকে প্রশ্ন করা হয়।
মামুন জানান, প্রথমবার মেয়াদ বৃদ্ধির সময় আপত্তি জানাননি, তবে দ্বিতীয়বারের জন্য তার আপত্তি থাকলেও তা অগ্রাহ্য করা হয়। সাক্ষ্য প্রদানের সময় তিনি উল্লেখ করেন, ছাত্রজীবনেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। তাঁর বাবা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এক ভাইও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত, আর অন্য সদস্যরা বিভিন্নভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তিনি আরও জানান, ২০১৬ সালে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০১৯ সালের শেষ থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত সিআইডির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন এবং ২০২০ সালের ১৪ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিজি ছিলেন।
এর আগে, জুলাইয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানের জন্য স্টেট ডিফেন্স আমীর হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা শুরু করেন। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও বিচার শুরুর আদেশ দেয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল