ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

নীলফামারিতে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ে হাবিব নামে এক শ্রমিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন। এছাড়াও আরো অনেক শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় রাজু ভাস্কর্যের পাদদেশে উক্ত ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলফামারী জেলার শিক্ষার্থীরা।
বিক্ষাভ সমাবেশ থেকে তারা, সেনাবাহিনী শ্রমিক মারে, ইন্টেরিম কি করে, শ্রমিক মরে রাজপথে, ইন্টেরিম কি করে, বিচার বিচার বিচার চাই, শ্রমিক হত্যার বিচার চাই স্লোগান দেন।
সমাবেশ থেকে রাকিব রহমান নামে এক শিক্ষার্থী বলেন, যখনই শ্রমিকদের অধিকারের কথা বলা হয় তখন তাদেরকে ছেঁটে ফেলা হয়। তারা তাদের অধিকারের জন্য রাস্তায় দাঁড়ালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর গুলিবর্ষণ করে ও নির্যাতন করে। যার ফলে আমাদের একজন ভাই গতকাল নিহত হয়েছেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষকে (বেপজা) এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে হবে।
এসময় তিনি ইন্টেরিম সরকারের কাছে শহীদ হওয়া শ্রমিকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
সজিব নামে এক শিক্ষার্থী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর শ্রমিক হত্যা একটি ন্যাক্কারজনক ঘটনা। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো এখনো কেনো জনগনের টাকায় কেনা গুলি আমার ভাইদের উপর করা হচ্ছে? গতকালকের ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে।
রন্জন বলেন, বাংলাদেশের অর্থনীতি যারা সচল করে রেখেছে তাদের উপর কিভাবে সরকারের পেটোয়া বাহিনী নির্মম নির্যাতন করেছে তা আমরা দেখেছি। দুঃখের সাথে বলতে হয় শোষক গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য সবসময় তাদেরকে ব্যবহার করে আসছে।
বোটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থী পারভেজ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব ভাইকে গুলি করে হত্যা করা হয়ছে। সরকার সবসময় মালিক পক্ষকে গুরুত্ব দেয় আর শ্রমিকদের অবহেলায় ফেলে রাখে। শ্রমিকদের দাবি কখনোই অযৌক্তিক ছিলে না, শ্রম আইন অনুযায়ী তারা তাদের অধিকার আদায়ের জন্য নেমেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা