ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৯:০৩:০৯

নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

নীলফামারিতে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ে হাবিব নামে এক শ্রমিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন। এছাড়াও আরো অনেক শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় রাজু ভাস্কর্যের পাদদেশে উক্ত ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলফামারী জেলার শিক্ষার্থীরা।

বিক্ষাভ সমাবেশ থেকে তারা, সেনাবাহিনী শ্রমিক মারে, ইন্টেরিম কি করে, শ্রমিক মরে রাজপথে, ইন্টেরিম কি করে, বিচার বিচার বিচার চাই, শ্রমিক হত্যার বিচার চাই স্লোগান দেন।

সমাবেশ থেকে রাকিব রহমান নামে এক শিক্ষার্থী বলেন, যখনই শ্রমিকদের অধিকারের কথা বলা হয় তখন তাদেরকে ছেঁটে ফেলা হয়। তারা তাদের অধিকারের জন্য রাস্তায় দাঁড়ালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর গুলিবর্ষণ করে ও নির্যাতন করে। যার ফলে আমাদের একজন ভাই গতকাল নিহত হয়েছেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষকে (বেপজা) এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে হবে।

এসময় তিনি ইন্টেরিম সরকারের কাছে শহীদ হওয়া শ্রমিকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

সজিব নামে এক শিক্ষার্থী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর শ্রমিক হত্যা একটি ন্যাক্কারজনক ঘটনা। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো এখনো কেনো জনগনের টাকায় কেনা গুলি আমার ভাইদের উপর করা হচ্ছে? গতকালকের ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

রন্জন বলেন, বাংলাদেশের অর্থনীতি যারা সচল করে রেখেছে তাদের উপর কিভাবে সরকারের পেটোয়া বাহিনী নির্মম নির্যাতন করেছে তা আমরা দেখেছি। দুঃখের সাথে বলতে হয় শোষক গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য সবসময় তাদেরকে ব্যবহার করে আসছে।

বোটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থী পারভেজ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব ভাইকে গুলি করে হত্যা করা হয়ছে। সরকার সবসময় মালিক পক্ষকে গুরুত্ব দেয় আর শ্রমিকদের অবহেলায় ফেলে রাখে। শ্রমিকদের দাবি কখনোই অযৌক্তিক ছিলে না, শ্রম আইন অনুযায়ী তারা তাদের অধিকার আদায়ের জন্য নেমেছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

টাকার বিনিময়ে আজকের বৈদেশিক মুদ্রার রেট

টাকার বিনিময়ে আজকের বৈদেশিক মুদ্রার রেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়ছে। ব্যবসায়, আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক বিনিয়োগের কার্যক্রম... বিস্তারিত