ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
চীনের সামরিক শক্তির প্রদর্শনীতে শি জিনপিং-এর কড়া বার্তা!

নিজস্ব প্রতিবেদক: চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ আয়োজন করেছে দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে এই জমকালো প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে দুই ডজনের বেশি বিশ্বনেতাকে পাশে নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, "শান্তি অথবা যুদ্ধ—এখন মানবজাতির সামনে একটিকে বেছে নেওয়ার সময়।"
এই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর মতো আন্তর্জাতিকভাবে বিতর্কিত নেতারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল বেইজিংয়ের একটি স্পষ্ট কৌশলগত বার্তা, যা পশ্চিমা বিশ্বের নেতাদের অনুপস্থিতি সত্ত্বেও চীনের সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক মিত্রদের তুলে ধরেছে।
৭০ মিনিটের এই প্রদর্শনীতে চীনের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি, যেমন—ক্ষেপণাস্ত্র, ট্যাংক, ড্রোন, যুদ্ধবিমান ও হেলিকপ্টার প্রদর্শন করা হয়। এছাড়া আকাশে শৃঙ্খলাবদ্ধ যুদ্ধবিমানের এয়ার শো, হেলিকপ্টার থেকে ব্যানার নামানো, ৮০ হাজার শান্তির পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি আরও বর্ণিল করে তোলা হয়।
ছাদখোলা লিমুজিনে দাঁড়িয়ে শি জিনপিং তার বাহিনীর সদস্যদের অভিবাদন জানান এবং বিভিন্ন সমরাস্ত্র ঘুরে দেখেন। তিনি বলেন, "অদম্য চীন কখনোই কোনো হুমকির কাছে মাথা নত করবে না।" মাও সেতুংয়ের আদলে স্যুট পরে তিনি অতিথিদের ইংরেজিতে স্বাগত জানান।
তিয়েনআনমেন স্কয়ারে উপস্থিত ৫০ হাজারের বেশি দর্শকের উদ্দেশে দেওয়া ভাষণে শি জিনপিং বলেন, "আজ মানবজাতি শান্তি অথবা যুদ্ধ, আলোচনা বা সংঘাত, সবার জয় অথবা হার, যেকোনো একটি বেছে নেওয়ার মুখে আছে।" তিনি আরও জানান যে চীনের জনগণ সবসময় ইতিহাসের সঠিক পক্ষেই অবস্থান করবে।
বিশ্লেষকদের মতে, শুল্কযুদ্ধ এবং পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক খারাপের প্রেক্ষাপটে এই কুচকাওয়াজ চীনের সামরিক শক্তি এবং কূটনৈতিক অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল। রয়টার্সের খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো নিজ দেশে বিক্ষোভের কারণে সফর বাতিল করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তাকেও এই অনুষ্ঠানে দেখা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি