ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শেয়ার কেনার সুযোগ হারালেন ন্যাশনাল টি’র চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চেয়ারম্যান মমুন রশীদকে অবিক্রিত প্লেসমেন্ট শেয়ার কেনার অনুমতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বোর্ডের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা দেখা দিলে নিয়ন্ত্রক সংস্থা মৌখিকভাবে কোম্পানিকে এ নির্দেশনা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসি’র মুখপাত্র মো. আবুল কালাম।
রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নোটিসে এনটিসি জানায়, চেয়ারম্যান মামুন রশীদ অবিক্রিত অংশ থেকে ২ লাখ ৫০ হাজার শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি গত বছর আগস্টে কমিশন পুনর্গঠনের পর এনটিসির স্বাধীন পরিচালক হিসেবে যোগ দেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে চেয়ারম্যান হন।
বিএসইসি’র মুখপাত্র জানান, প্লেসমেন্ট শেয়ারের রেকর্ড ডেট ১৫ মে ২০২৩-এর আগে প্রকাশিত তালিকায় যেসব শেয়ারহোল্ডারের নাম রয়েছে, কেবল তারাই এই শেয়ারের অধিকারী। তবে বিদ্যমান কোনো শেয়ারহোল্ডার চাইলে তার শেয়ার অন্যকে নিতে দিতে পারেন—সে ক্ষেত্রে বিষয়টি বিএসইসি অনুমোদিত প্লেসমেন্ট শেয়ার অফার ডকুমেন্টে উল্লেখ থাকতে হবে। বর্তমান চেয়ারম্যান ওই ডকুমেন্টে ছিলেন না, ফলে তাঁকে শেয়ারহোল্ডার হিসেবে গণ্য করার সুযোগ নেই।
আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ডিএসই-তে এনটিসির প্রতিটি শেয়ারের দর ছিল ২০৮ টাকা ২০ পয়সা, যেখানে প্লেসমেন্ট শেয়ারের অফার মূল্য নির্ধারণ করা হয়েছিল ১১৯ টাকা ৫৩ পয়সা।
২০২২ সালের অক্টোবরে এক ইজিএম-এ এনটিসি সিদ্ধান্ত নেয়, বিদ্যমান পরিচালকরা অবিক্রিত প্লেসমেন্ট শেয়ার কিনতে পারবেন। কোম্পানিটি মূলত ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধনের ঘাটতি মেটানো এবং বাগান ও কারখানা উন্নয়নের জন্য ২ কোটি ৩৪ লাখ প্লেসমেন্ট শেয়ার ছাড়ে। এর মধ্যে সরকার, আইসিবি ও সাধারণ বিমা করপোরেশন ১ কোটি ২৪ লাখ শেয়ার, স্পন্সর-পরিচালকরা ১৩ লাখ ৮০ হাজার শেয়ার এবং সাধারণ শেয়ারহোল্ডাররা প্রায় ৯৬ লাখ শেয়ারের জন্য বরাদ্দ পান।
তবে চার দফা সময় বাড়ানোর পরও শেয়ার সাবস্ক্রিপশন সম্পূর্ণ হয়নি। সর্বশেষ আবেদনকাল ২০২৫ সালের ১৩ আগস্ট শেষ হয়, তাতেও কয়েক লাখ শেয়ার অবিক্রিত থেকে যায়।
অর্থসংকটে থাকা এনটিসির পেইড-আপ ক্যাপিটাল এখনো মাত্র ১১ কোটি ৪৭ লাখ টাকা, যেখানে বিএসইসি’র নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির ন্যূনতম পেইড-আপ ক্যাপিটাল থাকতে হবে ৩০ কোটি টাকা।
এরই মধ্যে বকেয়া মজুরির কারণে শ্রমিক অসন্তোষে কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। মূলধন ঘাটতির কারণে সময়মতো গাছ রোপণ হয়নি, পুরনো যন্ত্রপাতির কারণে চা পাতার মানও নষ্ট হচ্ছে। বর্তমানে কোম্পানি নিলামে প্রতি কেজি চা বিক্রি করছে ১৮০ টাকায়, যেখানে উৎপাদন ব্যয় প্রায় ২৫০ টাকা, ফলে প্রতিবছর লোকসান গুনতে হচ্ছে এনটিসিকে।
এ সংক্রান্ত সংবাদ
ন্যাশনাল টি: শ্রমিকদের বেতন নেই, পরিচালকের সুবিধা দ্বিগুণ
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত