ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

মাদুরোর হুমকি

মার্কিন আগ্রাসন হলে ভেনেজুয়েলা হবে 'অস্ত্রধারী প্রজাতন্ত্র'

২০২৫ সেপ্টেম্বর ০২ ১২:৫৫:০৯

মার্কিন আগ্রাসন হলে ভেনেজুয়েলা হবে 'অস্ত্রধারী প্রজাতন্ত্র'

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চরম হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি যুক্তরাষ্ট্র তার দেশে সামরিক হামলা চালায়, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে ভেনেজুয়েলাকে একটি 'অস্ত্রধারী প্রজাতন্ত্র' হিসেবে ঘোষণা করবেন।

সোমবার (৩১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদুরো দাবি করেন, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে আটটি যুদ্ধজাহাজ ও একটি সাবমেরিন পাঠিয়েছে, যেগুলোতে ১ হাজার ২০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। তার মতে, এগুলোর লক্ষ্য ভেনেজুয়েলা। এই সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় তিনি দেশের সীমান্তে সেনা মোতায়েন করেছেন এবং হাজার হাজার নাগরিককে সশস্ত্র মিলিশিয়া বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে একটি সামরিক জোট গড়ে তোলার মাধ্যমে তার নির্বাচিত সরকারকে উৎখাতের গভীর ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, কিন্তু যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে, তাহলে ভেনেজুয়েলার সামরিক বাহিনী সশস্ত্র প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত।

মাদুরো বলেন, "আমরা এই মহাদেশের গত একশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় হুমকির মুখে দাঁড়িয়ে আছি। যদি ভেনেজুয়েলার ওপর হামলা চালানো হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গেই সশস্ত্র সংগ্রামে নামব এবং আমাদের দেশকে একটি অস্ত্রধারী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করব।"

অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাদের এই নৌ-অভিযানের মূল উদ্দেশ্য হিসেবে মাদক কারবার মোকাবিলাকে উল্লেখ করেছে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মনে করেন, এর আড়ালে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের তিনটি ডেস্ট্রয়ার, একটি ক্রুজার এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই আরও নৌযান এই অঞ্চলে যোগ হতে পারে, যেগুলোতে ৪ হাজার মার্কিন সেনা থাকবেন। তবে যুক্তরাষ্ট্র এখনো ভেনেজুয়েলার মাটিতে সরাসরি সেনা নামানোর কোনো পরিকল্পনা ঘোষণা করেনি।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার এবং আন্তর্জাতিক অপরাধী চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ করে আসছে। গত আগস্টে মাদুরোকে গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে। তবে ওয়াশিংটন তাদের এই অভিযোগের স্বপক্ষে কোনো অকাট্য প্রমাণ হাজির করতে পারেনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের নিজস্ব গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছে যে, মাদুরোর বিরুদ্ধে বড় কোনো অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।

এদিকে, মাদুরো একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ২০২৪ সালে তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার ক্ষমতায় এসেছেন। তবে বিরোধীরা এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছে এবং নিজেদেরকে প্রকৃত বিজয়ী দাবি করছে। যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকার অধিকাংশ দেশ মাদুরোর এই নির্বাচনী জয়কে স্বীকৃতি দেয়নি।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত