ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

শিক্ষামূলক কনটেন্টের জন্য টিকটকে নতুন ফিড চালু

২০২৫ সেপ্টেম্বর ০২ ০৮:০৭:২২

শিক্ষামূলক কনটেন্টের জন্য টিকটকে নতুন ফিড চালু

তথ্য প্রযুক্তি ডেস্ক: অভ্যাসগতভাবে সোশ্যাল মিডিয়াকে অনেকেই শুধু বিনোদনের জায়গা মনে করলেও এখন তা জ্ঞান অর্জন ও শিক্ষার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে। বিশেষ করে টিকটক সম্প্রতি যে স্টেম (STEM) ফিড চালু করেছে, তা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ক কনটেন্ট সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার একটি অভিনব উদ্যোগ।

টিকটক স্টেম ফিড কী

স্টেম ফিড হলো টিকটকের একটি আলাদা সেকশন, যেখানে কেবলমাত্র STEM সম্পর্কিত ভিডিও, টিউটোরিয়াল, এক্সপেরিমেন্ট, হ্যাকস এবং তথ্যবহুল কনটেন্ট দেখা যায়। এখানে বিজ্ঞানী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন উৎসাহী নির্মাতারা তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করেন। ফলে ব্যবহারকারীরা শুধু বিনোদন নয়, শিক্ষণীয় বিষয়ও একসঙ্গে উপভোগ করতে পারেন।

এই ফিচারের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের STEM বিষয়ে আগ্রহী করে তোলা, নতুন ধারণা শেখানো এবং জ্ঞানচর্চার পরিধি আরও বিস্তৃত করা। স্টেম ফিডের কনটেন্টগুলো প্রকাশের আগে একটি রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যাতে নিশ্চিত করা যায় যে এগুলো সঠিক, শিক্ষামূলক ও প্রাসঙ্গিক। এজন্য টিকটক বিভিন্ন বিশেষজ্ঞ ও স্বাধীন সংস্থার সঙ্গে কাজ করছে।

টিকটকে স্টেম ফিড চালু করবেন যেভাবে

সাধারণত সর্বশেষ সংস্করণের টিকটক অ্যাপে স্টেম ফিড ডিফল্টভাবে চালু থাকে। তবে কারও ডিভাইসে এটি না দেখালে সেটিংস থেকে চালু করা সম্ভব। ধাপগুলো হলো:

১. টিকটক অ্যাপ চালু করুন।২. নিচের ডান পাশে থাকা ‘প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।৩. ওপরে ডান কোনায় থাকা মেনু (☰) বোতামে চাপ দিন।৪. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।৫. সেখান থেকে ‘কনটেন্ট প্রিফারেন্সেস’-এ যান।৬. তালিকায় স্টেম ফিড অপশন খুঁজে বের করুন।৭. অপশনটির পাশের ‘টগল’ বাটনে ট্যাপ করে চালু বা বন্ধ করুন।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত