ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

আদালতের রায়ে ছাত্রদলের ভিপি আবিদুলের প্রতিক্রিয়া      

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৭:১৫:৫৫








আদালতের রায়ে ছাত্রদলের ভিপি আবিদুলের প্রতিক্রিয়া




 
 



 

নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন।

তবে সোমবার চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন। ফলে আগামী ৭ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিট আবেদনকারীকে শিবির প্যানেলের জিএস প্রার্থী ফরহাদের সব ধরনের প্রমাণসহ নির্বাচনি ট্রাইবুনালে অভিযোগ করতে বলা হয়েছিল। আদালত অভিযোগ গ্রহণের পর সব পক্ষের শুনানি নিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত