ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

তিন মাসের জন্য এনসিপির নতুন কমিটি ঘোষণা

২০২৫ আগস্ট ৩১ ১৮:৪১:৪৮

তিন মাসের জন্য এনসিপির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন মাসের জন্য ৫১ সদস্যবিশিষ্ট একটি 'নির্বাহী কাউন্সিল' গঠন করেছে।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক চিঠিতে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

এই নির্বাহী কাউন্সিলের সদস্যরা হলেন: মো. নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, আখতার হোসেন, তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আব্দুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মো. নিজাম উদ্দিন, আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, ফরিদুল হক, মো. ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মুশফিক উস সালেহীন, ডা. জাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, আলী নাসের, আতাউল্লাহ, মাহমুদা আলম মিতু, এস এম শাহরিয়ার, ডা: মো: আব্দুল আহাদ, তারিকুল ইসলাম, দিলশানা পারুল, কৈলাশ চন্দ্র রবিদাস ও মো. রাসেল আহমেদ প্রমুখ।

সম্প্রতি এনসিপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনাতে পৌঁছেছিল। এছাড়াও, রুমিন ফারহানা এনসিপির জন্য উপহার পাঠিয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ তাকে স্বাগত জানিয়েছেন। চীনের এনসিপি 'রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস' শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যা দলের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে। নতুন এই নির্বাহী কাউন্সিল আগামী তিন মাস দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত