ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
কাস্টমস কার্যক্রম নিয়ন্ত্রণে এনবিআর চেয়ারম্যানের কঠোর বার্তা
 
                                    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব মো. আব্দুর রহমান খান চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। সম্প্রতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের রাজস্ব আহরণের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন, কোনো আমদানিকারক বা রপ্তানিকারক যেন অযথা বিআইএন লকজনিত হয়রানির শিকার না হন। তিনি সৎ ও নিয়ম মেনে চলা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করার প্রতিশ্রুতি দেন। তার মতে, নীতিমালা মেনে চলা ব্যবসার জন্য অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে সহজ কার্যক্রম নিশ্চিত করা জরুরি। বাণিজ্য সহজ করার পাশাপাশি বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় নিশ্চিত করাই এনবিআরের মূল লক্ষ্য হওয়া উচিত।
এনবিআর চেয়ারম্যান সব কাস্টম হাউস ও গোয়েন্দা অফিসকে নির্দেশ দিয়েছেন যে, সন্দেহজনকভাবে কোনো বিআইএন লক করার পরিবর্তে আগের রেকর্ড অনুযায়ী রাজস্ব ঝুঁকি বিবেচনায় ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, যারা নিয়ম মেনে ভ্যাট দিচ্ছেন, তাদের ওপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না। তবে, যারা একেবারেই ভ্যাট দেন না, তাদের ভ্যাট নেটের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
আব্দুর রহমান খান বন্ড সুবিধা ও কাস্টমস কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। বাজারে বন্ড সুবিধায় আনা পণ্য বিক্রি হলে সংশ্লিষ্ট আমদানিকারকের লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া, কোনো রাজস্ব কর্মকর্তার সামান্যতম অসৎ সম্পৃক্ততাও আইন অনুযায়ী কঠোরভাবে দণ্ডনীয় হবে বলে তিনি সতর্ক করেন। কমিশনারদের কাছে বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধে নেওয়া পদক্ষেপের বিস্তারিত জানতে চাওয়া হয়েছে এবং বন্ড অডিট ফলাফল প্রতি মাসের রাজস্ব বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুল্কগুদামে নিলাম কার্যক্রম জোরদার করে বন্দরে দীর্ঘদিনে পড়ে থাকা কনটেইনার দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। চেয়ারম্যান প্রতিটি কমিশনারেটকে করদাতাদের ই-রিটার্ন দাখিলে সহায়তার জন্য পর্যাপ্ত জনবল নিযুক্ত করতে বলেছেন। ই-টিআইএন ও ই-টিডিএস সিস্টেমের মধ্যে দ্রুত সংযোগ স্থাপন করে করদাতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করার নির্দেশও দেওয়া হয়।
সভায় সব অডিট মামলা দ্রুত নিষ্পত্তি, ট্যাক্স দাবি তৈরি ও কর সংগ্রহের জন্য সর্বাধিক কার্যক্রম ত্বরান্বিত করার ওপর জোর দেওয়া হয়। ব্যক্তিগত ও কর্পোরেট করদাতাদের অডিট প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চেয়ারম্যান আরও জানান, যেসব করদাতা টিআইএন থাকলেও রিটার্ন দাখিল করেন না, তাদের নোটিশ পাঠানো হবে এবং তাদের আয়, ব্যয় ও সম্পদ তদন্ত করে আইন অনুযায়ী কর নির্ধারণ করা হবে। এই তথ্য প্রতি মাসে রাজস্ব বৈঠকে উপস্থাপন করতে হবে।
সভায় কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের সব কমিশনার এবং এনবিআরের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং রাজস্ব আদায় বাড়িয়ে কর-জিডিপি অনুপাত উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
 
                         
                    -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    