ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন

যারা কম দামে প্রথম এন্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই প্রতিবেদনে দেওয়া হলো বাজেট ফ্রেন্ডলি সেরা পাঁচটি স্মার্টফোনের বিশদ বিবরণ। এই ফোনগুলো ১০,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে এবং বিভিন্ন প্রয়োজনের জন্য ব্যবহারযোগ্য।
১. আইটেল A90বাজেট: ৮,৯৯০ টাকা, আইটেল A90 একটি কম দামের ফোন হলেও কার্যক্ষমতার দিক থেকে সন্তোষজনক। এতে ৪+৬৪ জিবি স্টোরেজ, IPS LCD ডিসপ্লে এবং ৯০ হজ রিফ্রেশ রেট রয়েছে। ফোনটি Android 14-এ চলছে এবং প্রসেসর হিসেবে রয়েছে Unisoc T7100। ক্যামেরা হিসেবে আছে ১৩ মেগাপিক্সেল মেইন শুটার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট ফোনটিকে পুরো দিনে ব্যবহারযোগ্য করে তোলে।
২. সিমফোন Z72বাজেট: ৯,০০০ টাকা, সিমফোন Z72 Android 15-এ চলাচল করছে। এতে IPS LCD ডিসপ্লে, HD+ রেজুলেশন এবং সিক্স সিরিজের প্রসেসর (Unisoc T606) রয়েছে। মেইন ক্যামেরা ৫২ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্টের মাধ্যমে এটি প্রাইস পয়েন্টে বেশ উপযুক্ত।
৩. স্পার্ক Goteবাজেট: ১১,০০০ টাকা, স্পার্ক Gote Android 15-এ চলতে সক্ষম। এতে IPS LCD ডিসপ্লে, ১২ হজ রিফ্রেশ রেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। প্রসেসর হিসেবে রয়েছে Unisoc S7250। ক্যামেরা বিভাগে মেইন শুটার ১৩ মেগাপিক্সেল, আল্ট্রাওয়াইড ৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
৪. জেটি নুবিয়া V70বাজেট: ১২,০০০ টাকা, নুবিয়া V70-এর Android 14 এবং Unisoc T606 প্রসেসর ফোনটিকে কার্যকরী করেছে। ডিসপ্লে IPS LCD, ১২০ হজ রিফ্রেশ রেট এবং HD+ রেজুলেশন। মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, সহকারী ২ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ২২.৫ ওয়াট চার্জিং সাপোর্ট এটিকে অন্যদের থেকে কিছুটা এগিয়ে রেখেছে।
৫. আইটেল সিটি 100বাজেট: ১২,০০০ টাকা, আইটেল সিটি 100 Android 14-এ চলে এবং Unisoc T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে IPS LCD, HD+ রেজুলেশন, ৯০ হজ রিফ্রেশ রেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ক্যামেরা হিসেবে ১৩ মেগাপিক্সেল মেইন শুটার, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ ফোনের পারফরমেন্স বৃদ্ধি করেছে।
বিশেষ মন্তব্য:এই পাঁচটি ফোনের মধ্যে প্রতিটি ফোনের নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা আছে। বাজেট এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা উপযুক্ত ফোন বেছে নিতে পারেন। যেমন, যারা লেটেস্ট Android সংস্করণ চাইবেন তারা সিমফোন Z72 বা স্পার্ক Gote বেছে নিতে পারেন। আর যারা ব্যাটারি ও চার্জিংকে প্রাধান্য দেবেন, তাদের জন্য নুবিয়া V70 বা আইটেল সিটি 100 বেশি কার্যকরী হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা