ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
উপদেষ্টা হওয়ার লোভে কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, অভিযোগে বলা হয়েছে—ডা. মোস্তফা ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং অসাধু উপায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পেতে ঘুষ দিয়েছেন। অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানান তিনি। অতিরিক্ত কাগজপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার প্রলোভনে ডা. মোস্তফা এক সমন্বয়ককে নগদ ১০ লাখ টাকা ও ২০০ কোটি টাকার চারটি চেক দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
এ লেনদেনে মধ্যস্থতাকারী হিসেবে জড়িত ছিলেন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই পরিচয় দিয়ে ডা. মোস্তফার চেম্বার থেকে চেক সংগ্রহ করেন। যদিও আরেফিন সশরীরে উপস্থিত ছিলেন না, তবে ফোনে যোগাযোগ রেখেছিলেন।
অভিযোগ ওঠার পর ডা. গোলাম মোস্তফা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। তার ভাষ্য, “উপদেষ্টা করার মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা আমাকে জোরপূর্বক চেকে স্বাক্ষর করায়। এগুলো সিকিউরিটি চেক ছিল। সেদিন তাদের দুজনের হাতে অস্ত্রও থাকতে পারে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ