ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

উপদেষ্টা হওয়ার লোভে কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি

২০২৫ আগস্ট ২৯ ০৬:৩৭:৪৭

উপদেষ্টা হওয়ার লোভে কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, অভিযোগে বলা হয়েছে—ডা. মোস্তফা ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং অসাধু উপায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পেতে ঘুষ দিয়েছেন। অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানান তিনি। অতিরিক্ত কাগজপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার প্রলোভনে ডা. মোস্তফা এক সমন্বয়ককে নগদ ১০ লাখ টাকা ও ২০০ কোটি টাকার চারটি চেক দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

এ লেনদেনে মধ্যস্থতাকারী হিসেবে জড়িত ছিলেন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই পরিচয় দিয়ে ডা. মোস্তফার চেম্বার থেকে চেক সংগ্রহ করেন। যদিও আরেফিন সশরীরে উপস্থিত ছিলেন না, তবে ফোনে যোগাযোগ রেখেছিলেন।

অভিযোগ ওঠার পর ডা. গোলাম মোস্তফা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। তার ভাষ্য, “উপদেষ্টা করার মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা আমাকে জোরপূর্বক চেকে স্বাক্ষর করায়। এগুলো সিকিউরিটি চেক ছিল। সেদিন তাদের দুজনের হাতে অস্ত্রও থাকতে পারে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত