ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে ইউরোপের তিন দেশ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ২৮ ২১:০০:০৯
পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে ইউরোপের তিন দেশ

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে কঠোর পদক্ষেপে যাচ্ছে ইউরোপের তিন শক্তিধর দেশ—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে তারা তেহরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে।

ইরানকে ঘিরে গত কয়েকদিন ধরে একাধিক বৈঠক করেছে দেশগুলো। তবে কোনো সমাধানে পৌঁছানো না যাওয়ায় তারা অবশেষে নিষেধাজ্ঞার পথে হাঁটছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, ২৮ আগস্ট থেকে প্রক্রিয়া চালু হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যেই এটি কার্যকর হতে পারে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরান ঐতিহাসিক পারমাণবিক চুক্তি করে। এর উদ্দেশ্য ছিল তেহরানের পারমাণবিক কার্যক্রম সীমিত রাখা। চুক্তির শর্তে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে অভিযোগ, ইরান শর্ত পূরণ করছে না।

২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এবার ইউরোপের দেশগুলোও একই পথে হাঁটছে।

এদিকে, ইউরোপ নতুন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিলে পাল্টা প্রতিক্রিয়া হবে বলে গত সপ্তাহেই হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত