ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

নির্বাচনে হেলিকপ্টার ব্যবহারে যে নির্দেশনা দিল ইসি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৮ ১৬:২৯:০০
নির্বাচনে হেলিকপ্টার ব্যবহারে যে নির্দেশনা দিল ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হেলিকপ্টারের প্রয়োজন হলে তা তফসিল ঘোষণার দুই মাস আগে নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে রোডম্যাপে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে রোডম্যাপ প্রকাশ করেছে কমিশন। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তকরণসহ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। রোডম্যাপ অনুযায়ী, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

রোডম্যাপে ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার দুই মাস আগে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তাদের ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যা নির্ধারণ, যাত্রা সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য হেলিকপ্টার ব্যবহারের জন্য সরবরাহ করতে হবে। এছাড়া তফসিল ঘোষণার ১০ দিন আগে নিকটবর্তী টেক-অফ ও ল্যান্ডিং স্টেশন নির্দিষ্ট করে সম্ভাব্য ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যা অনুযায়ী হেলিকপ্টার সহায়তার প্রস্তাবনা তৈরি করতে হবে।

এ নির্দেশনা নির্বাচনের প্রস্তুতি আরও সুষ্ঠু, নিরাপদ ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত