ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৭ ১৫:১৯:২০
শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

রাজধানীর শাহবাগে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে। মঙ্গলবার দুপুরে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশ সেখানে ব্যারিকেড স্থাপন করে। পরে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি নিয়ে অগ্রসর হতে থাকেন।

পুলিশের সঙ্গে সংঘর্ষ

শিক্ষার্থীরা শাহবাগের ব্যারিকেড ভেঙে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ফলে এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে অনেকেই ছত্রভঙ্গ হয়ে যান।

শিক্ষার্থীদের স্লোগান

সংঘর্ষের মধ্যেও শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, “বুক পেতেছি, গুলি কর” শিক্ষার্থীরা জানান, বৈষম্যের বিরুদ্ধে লড়াই থেকে তারা একচুলও পিছু হটবেন না। পুলিশের লাঠিচার্জ ও গ্রেনেড নিক্ষেপের পরও তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে বসে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

উত্তেজনাপূর্ণ পরিবেশ

ঘটনার সময় আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পড়ে থাকা অসংখ্য জুতা-স্যান্ডেল সংঘর্ষের ভয়াবহতার চিত্র তুলে ধরে। একপাশে শিক্ষার্থী, অন্যপাশে পুলিশ এমন অবস্থায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ বারবার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও শিক্ষার্থীরা অবস্থান ধরে রাখেন। তারা ঘোষণা দেন, অন্তত দুপুর তিনটা পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত