ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
.jpg)
রাজধানীর শাহবাগে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে। মঙ্গলবার দুপুরে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশ সেখানে ব্যারিকেড স্থাপন করে। পরে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি নিয়ে অগ্রসর হতে থাকেন।
পুলিশের সঙ্গে সংঘর্ষ
শিক্ষার্থীরা শাহবাগের ব্যারিকেড ভেঙে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ফলে এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে অনেকেই ছত্রভঙ্গ হয়ে যান।
শিক্ষার্থীদের স্লোগান
সংঘর্ষের মধ্যেও শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, “বুক পেতেছি, গুলি কর” শিক্ষার্থীরা জানান, বৈষম্যের বিরুদ্ধে লড়াই থেকে তারা একচুলও পিছু হটবেন না। পুলিশের লাঠিচার্জ ও গ্রেনেড নিক্ষেপের পরও তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে বসে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
উত্তেজনাপূর্ণ পরিবেশ
ঘটনার সময় আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পড়ে থাকা অসংখ্য জুতা-স্যান্ডেল সংঘর্ষের ভয়াবহতার চিত্র তুলে ধরে। একপাশে শিক্ষার্থী, অন্যপাশে পুলিশ এমন অবস্থায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ বারবার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও শিক্ষার্থীরা অবস্থান ধরে রাখেন। তারা ঘোষণা দেন, অন্তত দুপুর তিনটা পর্যন্ত তারা রাজপথে থাকবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ