ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
মোদিকে চারবার ফোন করে ব্যর্থ ট্রাম্প, ধরেননি একবারও
গত কয়েক সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার জন্য চারবার ফোন করেও ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদি একবারও তার ফোন ধরেননি। জার্মানির প্রভাবশালী সংবাদমাধ্যম ফ্রাঙ্কফুর্টার অলজেমাইন এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই দাবি করেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে অপমানিত বোধ করা এবং তার কূটনৈতিক ফাঁদ এড়ানোর কৌশল হিসেবে মোদি এই ফোন কলগুলো এড়িয়ে গেছেন।
দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তেজনার অন্যতম প্রধান কারণ হলো বাণিজ্য শুল্ক। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা ব্রাজিলের পর কোনো দেশের ওপর সর্বোচ্চ। প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর, রাশিয়া থেকে ভারতের তেল কেনার প্রতিক্রিয়ায় ট্রাম্প আরও ২৫ শতাংশ শুল্ক যোগ করেন, যা আগামীকাল ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।
জার্মান পত্রিকাটি বলছে, ট্রাম্পের "মৃত অর্থনীতি" (dead economy) সংক্রান্ত মন্তব্যে মোদি প্রচণ্ডভাবে অপমানিত হয়েছেন। গত ৩১ আগস্ট ট্রাম্প ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে অভিহিত করেছিলেন, যার জবাবে এর আগে ১০ আগস্ট মোদি ভারতের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে থাকা এক ‘সমৃদ্ধ’ অর্থনীতি বলে দাবি করেছিলেন।
মোদি ফোন না ধরার পেছনে ট্রাম্পের কূটনৈতিক কৌশলের প্রতি তার অবিশ্বাস ও একটি বড় কারণ হতে পারে বলে পত্রিকাটি মনে করছে। সম্প্রতি ভিয়েতনামের নেতার সঙ্গে একটি ফোন কলের পরই ট্রাম্প তড়িঘড়ি করে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছিলেন, যদিও বাস্তবে কোনো চুক্তিই হয়নি। পত্রিকাটি ধারণা করছে, ভিয়েতনামের মতো এমন ফাঁদে পড়তে চান না মোদি।
এর পাশাপাশি, পাকিস্তানের প্রতি ট্রাম্পের সাম্প্রতিক কিছু পদক্ষেপও নয়াদিল্লিকে ক্ষুব্ধ করেছে। ট্রাম্পের পাকিস্তানে তেলক্ষেত্র তৈরি করে ভারতকে সেখান থেকে তেল কেনার প্রস্তাব এবং হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধানকে নৈশভোজে আমন্ত্রণ জানানোকে ভারত উস্কানি হিসেবেই দেখছে। এসব কারণেই দুই নেতার মধ্যে সম্পর্কের গভীরতা কমেছে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন