ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
'ওষুধের দাম নির্ধারণে জনগণের পক্ষেই থাকবে সরকার'
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সব সময় জনগণের স্বার্থকেই প্রাধান্য দেবে। তিনি বলেন, শিল্পবান্ধব নীতির পাশাপাশি ন্যায়সঙ্গত মুনাফার সুযোগ রেখে সাধারণ মানুষের জন্য ওষুধের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার বদ্ধপরিকর।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ‘স্বাস্থ্যসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিবের সাম্প্রতিক এক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত মতামত, দলীয় বক্তব্য নয়। তিনি জোর দিয়ে বলেন, "শিল্পবান্ধব হতে হবে এটা ঠিক, তবে ওষুধের প্রশ্নে সরকার স্পষ্টভাবে জনগণের পক্ষেই আছে।"
ডা. সায়েদুর রহমান স্বাস্থ্যখাতের নানা সংকট ও সংস্কারের কথা তুলে ধরে বলেন, "একটি ফোঁড়া কাটতে গেলে কিছু ভালো মাংসও কেটে ফেলতে হয়। সেভাবেই সংস্কার করতে গিয়ে কিছু বিঘ্ন ঘটছে, যা আগামী দেড়-দুই মাসের মধ্যে কেটে যাবে।"
তিনি স্বাস্থ্যখাতে সবচেয়ে বড় সংস্কার হিসেবে মানুষের মানসিকতার পরিবর্তনকে উল্লেখ করেন এবং নির্বাচনে প্রার্থীদের কাছে স্বাস্থ্যসেবা নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে চিকিৎসকদের বেতন বৈষম্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি বলেন, "বাংলাদেশে একজন চিকিৎসকের গড় বেতন এখনও মাত্র ৩০ হাজার টাকা, যা এই পেশাকে আকর্ষণহীন করে তুলছে। সরকারি চাকরিতে চিকিৎসকদের বেতন অন্তত ৬০ হাজারে উন্নীত করা গেলে বেসরকারি খাতও বেতন বাড়াতে বাধ্য হবে।"
এছাড়া, আইসিইউ-তে জনবল সংকট নিরসনে নতুন বিষয় চালু করা, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙা এবং চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক ‘প্রফেশনাল ফি’ নির্ধারণের মতো বিষয়গুলো নিয়েও কাজ চলছে বলে তিনি জানান।
সভায় স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফরও উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। স্বাস্থ্য সচিব জানান, শিশু হাসপাতালে অনিয়মের কারণে তাৎক্ষণিকভাবে নিয়োগ বাতিল করা হয়েছে এবং ১০ হাজার কর্মকর্তার পদোন্নতির কাজ স্বচ্ছভাবে চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল