ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
'ওষুধের দাম নির্ধারণে জনগণের পক্ষেই থাকবে সরকার'

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সব সময় জনগণের স্বার্থকেই প্রাধান্য দেবে। তিনি বলেন, শিল্পবান্ধব নীতির পাশাপাশি ন্যায়সঙ্গত মুনাফার সুযোগ রেখে সাধারণ মানুষের জন্য ওষুধের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার বদ্ধপরিকর।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ‘স্বাস্থ্যসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিবের সাম্প্রতিক এক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত মতামত, দলীয় বক্তব্য নয়। তিনি জোর দিয়ে বলেন, "শিল্পবান্ধব হতে হবে এটা ঠিক, তবে ওষুধের প্রশ্নে সরকার স্পষ্টভাবে জনগণের পক্ষেই আছে।"
ডা. সায়েদুর রহমান স্বাস্থ্যখাতের নানা সংকট ও সংস্কারের কথা তুলে ধরে বলেন, "একটি ফোঁড়া কাটতে গেলে কিছু ভালো মাংসও কেটে ফেলতে হয়। সেভাবেই সংস্কার করতে গিয়ে কিছু বিঘ্ন ঘটছে, যা আগামী দেড়-দুই মাসের মধ্যে কেটে যাবে।"
তিনি স্বাস্থ্যখাতে সবচেয়ে বড় সংস্কার হিসেবে মানুষের মানসিকতার পরিবর্তনকে উল্লেখ করেন এবং নির্বাচনে প্রার্থীদের কাছে স্বাস্থ্যসেবা নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে চিকিৎসকদের বেতন বৈষম্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি বলেন, "বাংলাদেশে একজন চিকিৎসকের গড় বেতন এখনও মাত্র ৩০ হাজার টাকা, যা এই পেশাকে আকর্ষণহীন করে তুলছে। সরকারি চাকরিতে চিকিৎসকদের বেতন অন্তত ৬০ হাজারে উন্নীত করা গেলে বেসরকারি খাতও বেতন বাড়াতে বাধ্য হবে।"
এছাড়া, আইসিইউ-তে জনবল সংকট নিরসনে নতুন বিষয় চালু করা, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙা এবং চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক ‘প্রফেশনাল ফি’ নির্ধারণের মতো বিষয়গুলো নিয়েও কাজ চলছে বলে তিনি জানান।
সভায় স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফরও উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। স্বাস্থ্য সচিব জানান, শিশু হাসপাতালে অনিয়মের কারণে তাৎক্ষণিকভাবে নিয়োগ বাতিল করা হয়েছে এবং ১০ হাজার কর্মকর্তার পদোন্নতির কাজ স্বচ্ছভাবে চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত