ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট

রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের চারদিন পর জামিন পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। মঙ্গলবার কলম্বোর একটি আদালত কড়া নিরাপত্তার মধ্যে শুনানি শেষে ৫০ লাখ রুপি বন্ডের শর্তে তাকে জামিন দেন।
গত শুক্রবার দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের সেপ্টেম্বরে কিউবা ও নিউইয়র্কে সরকারি সফর শেষে যুক্তরাজ্যে ব্যক্তিগত ভ্রমণে গিয়ে তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে প্রায় ৫৫ হাজার ডলার খরচ করেন। যদিও বিক্রমাসিংহে বরাবরই দাবি করে আসছেন যে, তিনি সফরের ব্যয় ব্যক্তিগতভাবে বহন করেছেন।
গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে বিক্রমাসিংহেকে কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র পানিশূন্যতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভোগায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মঙ্গলবার হাসপাতালের সশস্ত্র পাহারা থেকেই ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি জামিন শুনানিতে অংশ নেন। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।
এদিন মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং বিক্রমাসিংহের কয়েকশ’ সমর্থক তার মুক্তির দাবিতে বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। এর আগে দেশটির সাবেক তিন প্রেসিডেন্টও এক বিবৃতিতে তার কারাবন্দি থাকাকে ‘গণতন্ত্রের ওপর পরিকল্পিত আঘাত’ বলে নিন্দা জানিয়েছিলেন।
গত বছরের সেপ্টেম্বরের নির্বাচনে বামপন্থি নেতা অনুরা কুমারা দিসানায়েকের কাছে হেরে যান বিক্রমাসিংহে। দিসানায়েকের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর আগে ২০২২ সালে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালালে বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব নেন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নিশ্চিত করে অর্থনীতিকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত