ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট
                                    রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের চারদিন পর জামিন পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। মঙ্গলবার কলম্বোর একটি আদালত কড়া নিরাপত্তার মধ্যে শুনানি শেষে ৫০ লাখ রুপি বন্ডের শর্তে তাকে জামিন দেন।
গত শুক্রবার দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের সেপ্টেম্বরে কিউবা ও নিউইয়র্কে সরকারি সফর শেষে যুক্তরাজ্যে ব্যক্তিগত ভ্রমণে গিয়ে তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে প্রায় ৫৫ হাজার ডলার খরচ করেন। যদিও বিক্রমাসিংহে বরাবরই দাবি করে আসছেন যে, তিনি সফরের ব্যয় ব্যক্তিগতভাবে বহন করেছেন।
গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে বিক্রমাসিংহেকে কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র পানিশূন্যতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভোগায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মঙ্গলবার হাসপাতালের সশস্ত্র পাহারা থেকেই ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি জামিন শুনানিতে অংশ নেন। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।
এদিন মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং বিক্রমাসিংহের কয়েকশ’ সমর্থক তার মুক্তির দাবিতে বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। এর আগে দেশটির সাবেক তিন প্রেসিডেন্টও এক বিবৃতিতে তার কারাবন্দি থাকাকে ‘গণতন্ত্রের ওপর পরিকল্পিত আঘাত’ বলে নিন্দা জানিয়েছিলেন।
গত বছরের সেপ্টেম্বরের নির্বাচনে বামপন্থি নেতা অনুরা কুমারা দিসানায়েকের কাছে হেরে যান বিক্রমাসিংহে। দিসানায়েকের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর আগে ২০২২ সালে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালালে বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব নেন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নিশ্চিত করে অর্থনীতিকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)