ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

দেড় ঘণ্টা অবরোধের পর সড়ক ছাড়লেন গার্মেন্টস কর্মীরা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৬ ১৩:৪৭:১৬
দেড় ঘণ্টা অবরোধের পর সড়ক ছাড়লেন গার্মেন্টস কর্মীরা

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর পুলিশের অনুরোধে সড়ক ছেড়েছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই অবরোধ চলে, যার ফলে বনানী ও তার আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলসের কয়েকশ শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে বনানীর চেয়ারম্যান বাড়ি সড়কের ওপর অবস্থান নেন। তারা সড়কের উত্তরামুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন।

এই অবরোধের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টটি অবরোধ করায় মহাখালী-উত্তরামুখী রুটে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে, যা ভোগান্তিতে ফেলে সাধারণ যাত্রীদের।

খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ‘শ্রমিকদের সঙ্গে কথা বলে এবং তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। বেলা ১২টার দিকে তারা অবরোধ তুলে নিয়ে গার্মেন্টসের সামনে অবস্থান নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে, তবে শ্রমিকরা সড়কের পাশে তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন।’

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান জানান, ‘বেলা ১২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলেও অবরোধের কারণে সৃষ্ট যানবাহনের চাপ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত