ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

তারেকের সঙ্গে বৈঠক ‘চিরদিন মনে রাখার মতো’: খন্দকার মোশাররফ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৬ ১১:৫২:১৯
তারেকের সঙ্গে বৈঠক ‘চিরদিন মনে রাখার মতো’: খন্দকার মোশাররফ

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকটিকে তিনি ‘চিরদিন মনে রাখার মতো’ এক আবেগঘন সাক্ষাৎ বলে অভিহিত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় লন্ডনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ড. মোশাররফের সঙ্গে তার ছেলে ও দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এই সাক্ষাৎকারটি এমন এক পরিবেশের মধ্যে ছিল—যা চিরদিন মনে রাখার মতো। আমি বাংলাদেশের কল্যাণে আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত